শেষের পথে ধোনি!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-12 12:01:26

তার ক্যারিয়ারের শেষটা রীতিমতো রহস্য হয়েই আছে! গেল বছর ইংল্যান্ডে বিশ্বকাপ সেমি-ফাইনাল থেকে বিদায়ের পরই ক্রিকেটের বাইরে আছেন তিনি। ফের কবে ফিরবেন সেই নিয়েও নেই কোন ইঙ্গিত। অনেকেই বলছেন শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি।

একই কথা শোনালেন রবি শাস্ত্রী। ভারতীয় কোচও জানালেন চটজলদিই হয়তো ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে পারেন ধোনি। শাস্ত্রী জানাচ্ছিলেন, ‘ধোনির সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, দ্রুতই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারে। টেস্ট অধ্যায় শেষ, ওয়ানডে খেলাও বন্ধ করে দিতে পারে এবার। ওয়ানডে ক্রিকেট জীবন শেষ করার দিকেই আছে।’

অবশ্য ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাবেন না ধোনি। ২০ ওভারের ক্রিকেটে আরও কয়েকবছর দেখা যেতে পারে তাকে। রবি শাস্ত্রী জানাচ্ছিলেন, ‘এই বয়সে ধোনি শুধু টি-টোয়েন্টি খেলে যেতে চাইবে। আমার মনে হচ্ছে আইপিএলে খেলা শুরু করবে। শরীরটা ঠিক থাকলে হয়তো ক্যারিয়ার নিয়ে ভাববে।’

আসছে আইপিএল দিয়েই মাঠে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।  এরপর ২০ ওভারের ক্রিকেটে দেখা গেলেও ওয়ানডেতে ফেরার সম্ভাবনা নেই। বয়সটাও তো কম হয়নি। ৩৮ পেরিয়েছেন।

শাস্ত্রী জানাচ্ছিলেন, ‘সত্যি বলতে কী মাত্র একটা ফরম্যাটই আছে ওর জন্য। নিশ্চিত ভাবেই আইপিএল খেলবে। মনে হয়না জোর করে নিজেকে ও টিমের উপর চাপিয়ে দেবে। আইপিএলে অবশ্যই খেলবে, এরপর কেমন খেলছে বুঝে সিদ্ধান্ত নেবে।’

ধোনি ভারতের হয়ে এখন অব্দি ৩৫০টি ওয়ানডে, ৯০ টেস্ট ও ৯৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।  সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারেরই একজন মাহি।

এ সম্পর্কিত আরও খবর