বঙ্গবন্ধু বিপিএলের সবচেয়ে বড় জয় খুলনা টাইগার্সের

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 02:31:53

এই ম্যাচের ফল আসলে জানা হয়ে গেল খুলনা টাইগার্সের ইনিংসেই। টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স তুলে ২১৮ রানের বিশাল সঞ্চয়। জবাবে কুমিল্লা ওয়ারিয়র্স থামল ১২৯ রানে। ৯২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারে নাম লেখায় খুলনা টাইগার্স। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল কুমিল্লা। চলতি টুর্নামেন্ট রানের হিসেবে এটিই কোন দলের সবচেয়ে বড় হার।

জয়-পরাজয়ের এই বিশাল পার্থক্যই জানিয়ে দিচ্ছে-এই ম্যাচ জমেনি মোটেও। পুরোদুস্তর একতরফা ম্যাচ হয়েছে। খুলনার ২১৮ রানের মধ্যে অধিনায়ক মুশফিক রহিমের ব্যাট হাসে অপরাজিত ৯৮ রানে। ওপেনার মেহেদি হাসান মিরাজও বিপিএলের ইতিহাসে তার সেরা ৭৪ রান করেন এই ম্যাচে। মুশফিক ও মিরাজের তৃতীয় উইকেট জুটিতে যোগ হওয়া ১৬৮ রান চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রানের জুটি।

মাত্র ২ রানের জন্য মুশফিক সেঞ্চুরি বঞ্চিত হলেও বড় এই জয়ে দলকে শেষচারে পৌঁছে যাওয়ার আনন্দে সেই কষ্ট সম্ভবত ভুলে যাচ্ছেন।

আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে সাব্বির রহমান দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছিলেন। শুক্রবারের ম্যাচেও নামলেন ওপেনার হিসেবে। এবার করলেন শূন্য রান! নিজের খেলা প্রথম বলেই বোল্ড সাব্বির। গোল্ডেন ডাক! কুমিল্লার ধসের সেই শুরু। যখন সেই ধংস থামলো তখন ইনিংস শেষ ১২৯ রানে।

কুমিল্লা ওয়ারিয়র্সের স্কোর তিন অংকে পৌঁছানোর আগেই নেই ৭ উইকেট। পুরো ম্যাচে খুলনা টাইগার্সের বোলাররা শ্রেফ উৎসবই করে গেলেন। মোহাম্মদ আমির ২৪ রানে পেলেন ২ উইকেট। শহিদুলের শিকার ২৮ রানে ৩ উইকেট। লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৪ ওভারে ১৯ রানে তুলে নিলেন ২ উইকেট। রোবি ফ্রাইলিঙ্কের দখলেও ১ উইকেট।

তবে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ৫৭ বলে অপরাজিত ৯৮ রান করা মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২১৮/২ (২০ ওভারে, মিরাজ ৭৪, রুশো ২৪, মুশফিক ৯৮*, মুজিব ১/১৮)। কুমিল্লা ওয়ারিয়র্স: ১২৯/৯ (২০ ওভারে, থারাঙ্গা ৩২, ইয়াসির আলী ২০, ফারদিন ২২, শহিদুল ৩/২৭, আমির ২/২৪, আমিনুল ২/১৯)। ফল: খুলনা টাইগার্স ৯২ রানে জয়ী। ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

এ সম্পর্কিত আরও খবর