ট্রফি জিতলেই জামাল ভুঁইয়ারা পাবেন ৮৪ লাখ

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 03:33:15

১৫ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লড়াইয়ে  গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা হতে হবে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আফ্রিকার তিন দেশ মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।

এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হলেই মোটা অঙ্কের বোনাস পাবেন জামাল ভুঁইয়ারা। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ ট্রফি পেলেই ১ লাখ আর রানার্স-আপ হলে ৫০ হাজার ডলার পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মানে ট্রফি জিতলেই ৮৪ লাখ টাকা বোনাস পাবে দল।

রোববার জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটির সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য জানালেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতি জানালেন, ‘ফেডারেশন ভালো হোটেল, মাঠ, ভালো কোচ আর অনেক অর্থ দিতে পারবে। তবে মাঠে খেলে দিতে পারবে না। তোমাদেরই মাঠে লড়তে হবে। আমার কাজ কিন্তু শেষ। তাদের অনুশীলন করিয়েছি। বিদেশি দল এনে দিয়েছি। এখন তোমরা যদি চ্যাম্পিয়ন হও তাহলে ১ লাখ আর রানার্স-আপ হলে ৫০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে।’

কাজী সালাউদ্দিনের এমন ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সূচি

১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন 
১৬ জানুয়ারি মরিশাস-বুরুন্ডি 
১৭ জানুয়ারি  ফিলিস্তিন-শ্রীলঙ্কা 
১৮ জানুয়ারি বুরুন্ডি-সিশেলস 
১৯ জানুয়ারি  শ্রীলঙ্কা-বাংলাদেশ 
২০ জানুয়ারি সিশেলস-মরিশাস
২২ জানুয়ারি প্রথম সেমি-ফাইনাল 
২৩ জানুয়ারি  দ্বিতীয় সেমি-ফাইনাল 
২৫ জানুয়ারি  ফাইনাল

এ সম্পর্কিত আরও খবর