এলিমিনেটর জমবে বেশ-বলছেন সোহান

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 19:47:34

বঙ্গবন্ধু বিপিএলের শুরুর দিন থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবদিক থেকে বাকি সবার চেয়ে এগিয়েছিল। সবার আগে শেষ চার অর্থাৎ কোয়ালিফায়ারে নাম লেখায় তারা। সবচেয়ে লম্বা সময় ধরে পয়েন্ট তালিকার শীর্ষেও থাকল। দলের প্রায় সব তারকা ক্রিকেটার চমৎকার পারফরমেন্স দেখাচ্ছেন। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত দল হিসেবেও সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্সের দাবিদার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সত্যিকার অর্থেই এবারের টুর্নামেন্টের চ্যালেঞ্জিং দল তারা।  

কিন্তু প্রায় সারা সময় পয়েন্ট তালিকার টপে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শেষচারের লড়াই শুরুর আগে বড় একটা ধাক্কা খায়। পয়েন্ট ১৬ হলেও রানরেটে পিছিয়ে থাকায় শেষচারে চট্টগ্রামের অবস্থান এখন তৃতীয়স্থানে। অথচ এক বা দুইয়ে থাকতে পারলে ফাইনালে খেলার জন্য দুটো সুযোগ মিলতো তাদের।

এখন সামনে মাত্র একটি সুযোগ। ১৩ জানুয়ারি দুপুরে ঢাকা প্লাটুনকে হারাতে না পারলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপিএল শেষ। ডু অর ডাই ম্যাচে নামার আগে দলের উইকেটকিপার কাম লেট অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জানালেন-‘এটা এখন নকআউট ম্যাচ। সামনে বাড়ার জন্য আমাদের জয় ছাড়া আর কোন উপায় নেই। ফাইনালে খেলতে হলে এখন দুটো ম্যাচ আমাদের জিততেই হবে।’

পেছনের ১২ ম্যাচে ৮ জয়ের সাফল্যের কারণ ব্যাখায় সোহান দলের একজোট হয়ে খেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন-‘টিম হয়ে খেলার কারণে অনেক ক্লোজ ম্যাচও আমরা জিততে পেরেছি। তবে সামনের সময়ের ব্যাপারে আমার চিন্তা বেশ পরিস্কার। ট্রফি জিততে হলে আমাদের আরো তিনটি ম্যাচ জিততে হবে। তবে এই তিন ম্যাচের কথা একেবারে চিন্তা না করে আমরা ধাপে ধাপে একটা একটা ম্যাচ নিয়েই বরং চিন্তা এবং পরিকল্পনা করি। সেটাই আমাদের বেশি কাজে দেবে। ঢাকার বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচ। এখন আমাদের পুরো নজর সেই ম্যাচের দিকেই। যদি সেই ম্যাচে আমরা আমাদের শতভাগ পারফরম্যান্স দিতে পারি তাহলে ইনশাল্লাহ ভাল কিছুই হবে।’

এলিমিনেটরিতে প্রতিপক্ষ যখন ঢাকা প্লাটুন তখন পেছনের লড়াইয়ের স্কোরকার্ড হাতে নিলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বুক আরেকটু ফুলে যাওয়ারই কথা। লিগ পর্যায়ে দুইবারই চট্টগ্রাম হারিয়েছে ঢাকাকে।

-তাহলে দান দান তিনবার নয় কেন?

তৃতীয় লড়াইটা এত সহজ হবে না- সতর্ক সোহান সেটাই জানলেন- ‘ঢাকা প্লাটুন অবশ্যই বেশ শক্তিশালী দল। লিগ পর্যায়ে আমরা ওদের বিপক্ষে দুটো ম্যাচ জিতেছি। তবে ১৩ জানুয়ারির ম্যাচটা নতুন একটা ম্যাচ। এই ম্যাচে যে দল তাদের সেরা খেলাটা খেলতে পারবে, নিজেদের পুরোপুরি উজাড় করে পারফরম্যান্স দেখাতে পারবে-তারাই জিতবে। এসব ম্যাচে দল হিসেবে খেলাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দুটোই দলই বেশ সুগঠিত এবং ভাল ফর্মেও আছে। ম্যাচটা জমবে বেশ।’

এ সম্পর্কিত আরও খবর