সবার আগে ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:53:51

ক্ষণ গণনা শেষের পথে। একদিন বাদেই শুরু মাঠের লড়াই। বুধবার, ১৫ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় লড়াইয়ে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা বাংলাদেশের। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে আফ্রিকার তিন দেশ মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।

গ্রুপ পর্বে লাল-সবুজদের প্রতিপক্ষ ফিলিস্তিন ফুটবল দল পা রেখেছে ঢাকায়। সোমবার সবার আগে রাজধানীতে এসেছে গতবারের চ্যাম্পিয়নরা। শহরে এসেই দলটির ম্যানেজার জাবের জারিন জানিয়ে রাখলেন, ‘আমরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, এবারো শিরোপা জিততেই এসেছি।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে অংশ নিতে আফ্রিকার দেশ মরিসাসও পা রেখেছে ঢাকায়। শ্রীলঙ্কা ও বুরুন্ডি আসছে মঙ্গলবার। ১৬ জানুয়ারি সবার শেষে আসবে আফ্রিকার দেশ সিশেলস।

১৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু মাঠের লড়াই। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সূচি
তারিখ ম্যাচ
১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন
১৬ জানুয়ারি মরিশাস-বুরুন্ডি
১৭ জানুয়ারি ফিলিস্তিন-শ্রীলঙ্কা
১৮ জানুয়ারি বুরুন্ডি-সিশেলস
১৯ জানুয়ারি শ্রীলঙ্কা-বাংলাদেশ
২০ জানুয়ারি সিশেলস-মরিশাস
২২ জানুয়ারি প্রথম সেমি-ফাইনাল
২৩ জানুয়ারি দ্বিতীয় সেমি-ফাইনাল
২৫ জানুয়ারি ফাইনাল

এ সম্পর্কিত আরও খবর