বিসিবিকে নিজের ইচ্ছের কথা পরিষ্কার করলেন মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 14:52:40

তার সম্ভাব্য বিদায় নিয়ে চারধারে অনেক বেশি চর্চা হচ্ছে। বিসিবি সভাপতি বলেছেন-‘মাশরাফিকে এমন বিদায় সংবর্ধনা দেয়া হবে, যা আগে কেউ কখনো দেখেনি!’

তবে ছোট্ট একটা শর্ত জুড়ে দিয়েছেন বিসিবি সভাপতি-যদি মাশরাফি চান তাহলেই হবে তার জাঁকজমকপূর্ণ বিদায়। আর না চাইলে হবে না।

অবসর এবং বিদায় সংবর্ধনা সম্পর্কে নিজের মন্তব্য আগেই মাশরাফি মিডিয়াকে জানিয়েছিলেন। বলেছিলেন-গলায় ফুলের মালা নিয়ে মাঠ থেকেই বিদায় নিতে হবে এমন কিছুর জন্য আমি অপেক্ষায় নেই।

আর ১২ জানুয়ারি এমনসব বিষয়ে বিসিবি সভাপতির সর্বশেষ বক্তব্য মাশরাফি বিন মর্তুজাও শুনেছেন। তারই উত্তরে ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিদায়ের পর মাশরাফি আরেকবার জানিয়ে দিলেন-সবাই তো আর মাঠ থেকে বিদায় নিতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটারই মাঠ থেকে বিদায় নিতে পারেননি। আমিও একটা সময় ভাবতাম মাঠ থেকে নেবো কি নেবো না। দেখা যাক। তবে এখন মনে হচ্ছে প্রয়োজন নেই!

মাশরাফি এই প্রসঙ্গে কি বলেছিলেন তার পুরোটাই শুনি তার জবানিতেই-‘পাপন ভাই তো বলেই দিয়েছেন না নিলে (মাঠ থেকে বিদায়) করার কিছু নেই। আমি তো আপনাদের বলেছি আমি এখন খেলছি। বারবার বলছি জাতীয় দল কেন্দ্র করেই কেউ ক্রিকেট খেলে না। সামনে যে খেলা আসবে সেটাই উপভোগ করবো। জাতীয় দেলর চিন্তা যারা করছে, বিসিবিতে যারা আছে তারা চিন্তা করবে। আর মনে হয় আমার অতোটুকু স্বাধীনতা তো আছে যে, আমি খেলতে চাই। কারো জোর করায় তো আমি আর কিছু করবো না। বা অন্য কিছু। বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা মাঠ থেকে অবসরে যায়নি। আমার থেকেও বড় খেলোয়াড় আছে। হাবিবুল বাশার সুমন ভাই তো বাংলাদেশের হয়ে ক্রাইসিস মোমেন্টে সব সময় রান করেছেন। তিনিও তো মাঠের থেকে অবসরে যাননি। সুজন ভাই হয়তো করতে পেরেছে। এছাড়া তো রেয়ার কেস। একটা সময় হয়তো ভাবতাম যে মাঠ থেকে করবো কি করবোনা। দেখা যাক। এখন মনে হচ্ছে প্রয়োজন নেই।’

ক্রিকেট বোর্ড গেল বছরই মাশরাফির বিদায় ম্যাচের আয়োজনের চিন্তা ভাবনা করেছিল। কিন্তু মাশরাফি তখন রাজি হননি বলে সেই তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে মাশরাফি বললেন-‘আমি সব সময় চিন্তা করি ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের অভিভাবক। তাদের বিপক্ষে যাওয়াকে আমি কখনোই আমার ক্যারিয়ারে প্রাইড মনে করিনি। এবং কখনো মনেও করি না। আমি মনে করি নিজ দেশের ক্রিকেট বোর্ডকেই একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। ক্রিকেট বোর্ডই ক্রিকেটারদের দেখাশোনা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ যে তারা আমার বিদায়ী ম্যাচ বা অবসরের বিষয়ে চিন্তা করেছে। আমার ক্লিয়ার ম্যাসেজ হলো আমার ইচ্ছা নাই। তবে যদি কখনো সুযোগ আসে তাহলে দেখা যাবে। আবার কার কাছ থেকে নেব সেটাও কথা। তবে এখন আমার কোনো ইচ্ছা নাই।’

বিসিবিও নিশ্চয়ই জেনে গেছে মাশরাফির পরিষ্কার ইচ্ছের কথা!

এ সম্পর্কিত আরও খবর