কেন সমালোচনা হচ্ছে, বুঝতেই পারছেন না পাপন

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:05:24

শঙ্কা শেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন আগেই দুবাইয়ে আইসিসির সভা শেষে ‘পারস্পরিক সমঝোতা’য় চূড়ান্ত হয়েছে সূচি। একবার নয়, তিন মাসে তিনবারে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে অবশ্য উত্তাল সোশ্যাল মিডিয়া।

বাংলাদেশ দল প্রথম দফা পাকিস্তানে যাবে জানুয়ারিতে। শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ফেব্রুয়ারিতে একটি টেস্ট। এপ্রিলে ফের একটি ওয়ানডে ও সিরিজের বাকি এক টেস্ট খেলতে যাবে দল। খেলা হবে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ অবস্থায় ক্রিকেটপ্রেমীরা এমন সূচি নিয়ে সমালোচনায় মুখর। ভ্রমণের ধকল সামলে টাইগার ক্রিকেটাররা ঠিকঠাক মতো খেলতে পারবে তো?

ক্রিকেটপ্রেমীদের সমালোচনাটা ঠিকভাবে নিতে পারেননি নাজমুল হাসান পাপন। কেন সমালোচনা হচ্ছে বুঝতে পারছেন না তিনি। দুবাই থেকে ফিরে বুধবার বিসিবির সভাপতি বলছিলেন, ‘আমি জানি না এটা কেন বলছে। ওরা কখনই বলেনি আমরা টি-টোয়েন্টি খেলে আসব। ওরা প্রথমে বলেছে ফুল সিরিজ খেলতে হবে। পরে বলেছে আগে টেস্ট খেলতে হবে। এখন এটা তারা (সমালোচকরা) কেন বলছে এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার কাছে এটা অদ্ভুত লাগছে। আমরা যেটা বলেছি আমার মনে হয় সেটাই হয়েছে। আমি যেদিন প্রথম মিডিয়াতে বলেছি, এটাই বলেছি আমরা প্রথমে যাব টি-টোয়েন্টি খেলে আসব পরে আমরা টেস্ট খেলব।’

সবকিছু আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় হয়েছে। নাজমুল হাসান জানালেন, ‘শশাঙ্ক মনোহরের সঙ্গে আমার আগেই কথা হয়েছিল এই সময়টায় উনি থাকবেন, আমি সময় পেলে যেন দেখা করি। গিয়ে দেখলাম পাকিস্তানও ছিল সেখানে। একটা টেস্ট এবং টি-টোয়েন্টি খেলে আসা যায় কিনা কথা হচ্ছিল। আমরা বলেছি শুধু টি-টোয়েন্টি খেলে চলে আসতে চাই। তারপর একটা সময় যাব।পাকিস্তানের বেশ লস হচ্ছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে খেলার আগে আমাদের একটা অনুশীলন ম্যাচ দরকার। ওরা বলেছিল টি-টোয়েন্টি করা যায় কিনা। টি-টোয়েন্টি হলে তাদের আয় ভালো হবে। তিনবারে একটা টুর্নেমেন্ট হোস্ট করা তাদের জন্য অনেক খরচ বেড়ে গেছে।’

সবকিছু সরকারের সবুজ সঙ্কেতেই হয়েছে। কারণ পাকিস্তানে স্বল্প সময় থাকার কথা নাকি সরকার পক্ষ থেকে বলা হয়েছে। নাজমুল হাসান পাপন বলেন, ‘সরকার থেকে বলা আছে আগের থেকে আমরা যেটা বলে আসছি সেটাই লেখা আছে। তারা বলেছে- শর্ট স্টে। অবস্থা বিবেচনা করে পরবর্তীতে টেস্টগুলো খেলবে। আমরা এখন পর্যন্ত সেই ধারাতেই আছি।’

এ সম্পর্কিত আরও খবর