প্রথম নারী থার্ড আম্পায়ার উইলিয়ামস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:25:39

ওয়েস্ট ইন্ডিজের নারী আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস নতুন এক মাইলফলক গড়লেন। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করলেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব গড়লেন উইলিয়ামস।

পুরুষদের ক্রিকেটে এর আগে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন উইলিয়ামস। ২০১৬ সালে তিনি প্রথম নারী থার্ড আম্পায়ার হিসেবে কাজ করেন আইসিসি-র পুরুষদের একটি টুর্নামেন্টে। জার্সিতে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে ওমান-নাইজেরিয়ার মধ্যকার ম্যাচে।

৪৩ বছরের জ্যামাইকান এ আম্পায়ার আইরিশদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

উইলিয়ামসের ইতিহাস গড়ার টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নাটকীয় ভাবে ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। দুর্দান্ত এ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথি দল।

সেন্ট জর্জে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে পল স্টিরলিং-র ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আইরিশরা। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তারকা ওপেনার স্টিরলিং (৯৫)।

উইন্ডিজদের হয়ে দুটি করে উইকেট নেন শেলডন কটরেল, খ্যারি পিয়েরে ও ডোয়াইন ব্রাভো।

জবাবে এভিন লুইসের (৫৩) হাফ-সেঞ্চুরির ওপর ভর করেও ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল তিনটি ও ক্রেইগ ইয়াং শিকার করেন দুই উইকেট।

এ সম্পর্কিত আরও খবর