বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলে রাসেল

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 04:01:07

 

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। একেবারে একচেটিয়া দাপট নিয়ে সাকিব আল হাসানদের উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এবার ওয়ানডে লড়াই। এখানেও শক্তিশালী দল ঘোষণা করল ক্যারিবীয়রা।

১৩ সদস্যের দলে অনেকদিন পার ফিরলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ডোপ পরীক্ষা পজেটিভ প্রমানিত হয়ে দলে জায়গা হারান তিনি। অবশ্য টি-টুয়েন্টির অধিনায়ক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে নেওয়া হয়নি দলে। তবে দলে আছেন অভিজ্ঞ ক্রিস গেইল। সব মিলিয়ে শক্তিশালী দল গড়েছে স্বাগতিকরা।

আগের মতোই উইন্ডিজ দলের নেতৃত্বে আছেন জেসন হোল্ডার। একইসঙ্গে দলে ডাক পেয়েছেন আলজারি জোসেফ আর কিরন পাওয়েল। টেস্ট সিরিজে বল হাতে ঝড় তোলা কেমার রোচকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।। পাশাপাশি দলে নেই মারলন স্যামুয়েলস, নিকিতা মিলার। 

তবে ৩০ বছর বয়সী আন্দ্রে রাসেলের ফেরাটা বড় চমক। ২০১৭ সালের জানুয়ারিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এমন কী এর আগে ২০১৫ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটেই দেখা যায়নি তাকে। দীর্ঘদিন পর উইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে মাঠে দেখা যাবে এই অলরাউন্ডারকে। গত মে মাসে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টুয়েন্টিতে খেলেছেন রাসেল।

টেস্টে ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নামবে বাংলাদেশ। এখানে নেতৃত্বে থাকবেন মাশরাফি বিন মর্তুজা। ২২ জুলাই থেকে গায়ানায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ২৫ জুলাই দ্বিতীয় অার ২৮ জুলাই সিরিজের তৃতীয় আর শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল-

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, দেবেন্দ্র বিশু, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কিরন পাওয়েল, রোভম্যান পাওয়েল এবং আন্দ্রে রাসেল।

এ সম্পর্কিত আরও খবর