ইমরুল দলে ছিলেন, কিন্তু ইনজুরিতে বাদ পড়লেন!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 20:51:17

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকদের তালিকায় ছিল ব্যাটসম্যান ইমরুল কায়েসের নাম। এমনকি একাদশে তার ব্যাটিং পজিশন কোথায় হবে- সেটা নিয়েই টিম ম্যানেজমেন্টকে পরিকল্পনা ও পরামর্শ দিয়ে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ইমরুল কায়েসের নাম তালিকায় লিখেও শেষ পর্যন্ত কেটে দিতে বাধ্য হয়েছেন তারা।

ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না ইমরুল কায়েসের। তার হ্যামস্ট্রিং ইনজুরির যে ধাত সেটা থেকে সেরে উঠতে খানিকটা সময় লাগবে। এর মধ্যেই টি- টোয়েন্টি দল পাকিস্তান সফরে যাবে।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার শনিবার, ১৮ জানুয়ারি বার্তা২৪.কম-কে জানান-‘এটা ইমরুলের দুর্ভাগ্য। তাকে তো আমরা দলে রেখেছিলাম। কিন্তু চিকিৎসক আমাদের জানিয়েছেন তার সেরে উঠতে সময় লাগবে। তার হ্যামস্ট্রিংয়ের স্ক্যান করা হবে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে,পরিস্থিতিটা কি?’

ইমরুল কায়েস নিজের ইনজুরি নিয়ে বার্তা২৪.কম-কে জানান, ‘শনিবার এমআরআই করিয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন এই ইনজুরির ধরন গ্রেড ওয়ান টিআর। সেরে উঠতে কিছুটা সময় লাগবে।’

সাধারণত হ্যামস্ট্রিং ইনজুরিতে কোনো ক্রিকেটার পড়লে তার জন্য প্রাথমিক শর্তই হলো হাঁটাচলা পর্যন্ত সাবধানে করতে হবে। ইনজুরির স্থানে দ্বিতীয়দফা চোট লাগলে সমস্যাটা আরো দীর্ঘস্থায়ী হতে পারে। আর এই আশঙ্কার কারণেই ইমরুল কায়েসকে পাকিস্তান সফরের দলে রাখতে পারেননি নির্বাচকরা। অথচ বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ব্যাটসম্যান। চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ে কয়েকটি ম্যাচ মিস করায় সেই ম্যাচে ইমরুল অধিনায়কত্বও করেছিলেন সফলভাবে।

পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে পরিবারের শঙ্কা থাকায় মুশফিকুর রহিম নিজেকে সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের এই ইচ্ছাকে সম্মান জানিয়ে তার অনুরোধ মেনে নিয়েছে। হাবিবুল জানান- ‘আমরা ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনে মুশফিকের জায়গায় ইমরুল কায়েসের নামই ঠিক করেছিলাম। কিন্তু ইনজুরির কারণে এখন ইমরুলের নামও কেটে ফেলতে হয়েছে।’

ভারতের মাটিতে শেষ টি-টোয়েন্টিতে যে ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করেছিলেন তাদেরকে রেখেই পাকিস্তান সফরের দল ঘোষণা করা হয়েছে বলে জানান হাবিবুল- ‘যারা শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে ভালো করেছিল, তাদের নামও এই সিরিজের জন্য বিবেচনায় রেখেই দল সাজানো হয়েছে।’

পেসার আল-আমিন ও শফিউল ইসলাম সেই ‘কোটায়’ পাকিস্তান সফরে যাচ্ছেন।

১৬ সদস্যের স্কোয়াডে সবমিলিয়ে পাঁচজন পেসার! নামগুলো শুনি, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ। দলে ষষ্ঠ পেসার হিসেবে সৌম্য সরকার থাকছেন। কোনো বাঁহাতি স্পিনার রাখা হয়নি। দলে এতো বেশি পেস বোলারের সংখ্যা প্রসঙ্গে হাবিবুল বাশারের ব্যাখ্যাটা এমন- ‘পাকিস্তানের মাটিতে খেলা হবে। আমরা নিশ্চিত যে তারা তাদের শক্তিমান অনুযায়ী এই সিরিজে ঘাসের উইকেট রাখবে। পাকিস্তান যে দল ঘোষণা করেছে সেখানেও পেস বোলার আছে বেশ কয়েকজন। গ্রীনটপে খেলা হতে পারে-এই বিবেচনায় দলে পেস বোলার বেশি নেওয়া হয়েছে।’

লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৭ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর