বাফুফের ভূমিকায় হতাশ রুহুল আমিন তরফদার

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:10:40

বছরের শুরু থেকেই গোটা জাতি মেতেছে উৎসবে। এ বছরই পালিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তার রেশ থাকছে ক্রীড়াঙ্গনেও। একদিন আগেই শেষ হয়েছে বিশেষ বঙ্গবন্ধু বিপিএল। চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। যদিও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলের আন্তর্জাতিক টুর্নামেন্টটি নিয়ে প্রশ্ন উঠেছে শুরুতেই। প্রচারণা তেমন নেই। এমন কী অপরিচিত, নিচের সারির অংশগ্রহণকারী দলগুলোও নিয়ে উঠেছে কথা। খেলা মাঠে গড়ালেও নেই তেমন আলোড়ন। পুরো ব্যাপারটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভূমিকা নিয়ে হতাশ অনেকেই। তাদেরই একজন রুহুল আমিন তরফদার।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এনিয়ে হতাশা আর ক্ষোভ প্রকাশ করলেন। শনিবার রাজধানীর মহাখালীতে নিজ কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'দেখুন, এরইমধ্যে মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে। আমরা সবাই জানি বঙ্গবন্ধু শুধু একটি নামই নয়, গোটা বিশ্বের কাছেই একটি ইনস্টিটিউশন। সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর পর ফুটবল ফেডারেশনের প্রথম টুর্নামেন্ট হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। এই আন্তর্জাতিক টুর্নামেন্টের কোনোরকম প্রচার-প্রচারণা একেবারে জিরো। নেই বললেই চলে। দায়সারা গোছের একটা ‌র‌্যালি করেছে। আমরা আশা করেছিলাম সেখানেও অন্তত বাংলাদেশের যে ক্লাবগুলো আছে, যারা ফুটবল ফেডারেশনের এফিলিয়েটেড, বাংলাদেশ জেলা-বিভাগ যেটা আছে সবাইকে যুক্ত করা উচিত ছিল। সংগঠক-সাবেক ফুটবলারদের যুক্ত করা উচিত ছিল। সেটা কিন্তু আমরা দেখিনি।'

একই সঙ্গে টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন তুললেন রুহুল আমিন তরফদার। যিনি একইসঙ্গে বাংলাদেশ ফুটবল ক্লাব’স অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি জানালেন, 'টুর্নামেন্টের মান নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ এই বঙ্গবন্ধু গোল্ডকাপে বিশ্বের নামকরা যে দলগুলোর আসা উচিত ছিল, সাউথ-ইস্ট এশিয়াতেও যারা ভালো দল ছিল তাদের আমন্ত্রণ জানালে ভালো হতো। আমাদের পাশের দেশ ভারতকেও আমরা আমন্ত্রণ জানাতে পারতাম। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও কোরিয়া ছিল। মধ্যপ্রাচ্যের কিছু দেশও ছিল, সেই দলগুলোকে যদি আনতে পারতাম তাহলে ভালো হতো। আর সেটা করতে পারলেই বঙ্গবন্ধুর নামে শতবার্ষিকীর এই টুর্নামেন্টটা সত্যিকারের মর্যাদা পেত। কিন্তু সেটা হয়নি বলেই ম্লান হয়ে গেছে। এই টুর্নামেন্ট আয়োজনে যুক্ত বাফুফের যে কর্মকর্তারা, অন্য যারা সরাসরি টুর্নামেন্টের সঙ্গে জড়িত আমার মনে হয় কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে। না হলে বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্ট কেন এতোটা সাদামাটাভাবে শুরু হবে?'

বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিশেষ বিপিএল শেষ হয়েছে একদিন আগেই। যে টুর্নামেন্টের উদ্বোধনীতে ছিলেন বলিউড তারকারা। ফাইনাল ম্যাচেও উপচে উঠেছিল গ্যালারি, এই প্রসঙ্গটা শনিবার টেনে এনে রুহুল আমিন তরফদার বলছিলেন, 'আপনারা ক্রিকেট বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু বিপিএল দেখলেন, কতোটা জমজমাটভাবে হলো। বিষয়টা এমনই হতে হবে। বঙ্গবন্ধুর নামে বলে কথা। ফুটবলের আয়োজনটা দেখুন কোনো প্রচার-প্রচারণা নেই। যে দলগুলোকে নিয়ে আসা হলো-সেই দলগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে পরিচিত নয়। মরিশাসের কথাই ধরুন-তাদের দলে সতের-ষোল বছর বয়সী ফুটবলার রয়েছেন। কোনো রকমভাবে দল গড়ে তারা এসেছে। সবচেয়ে ভালো দল নিয়েে এসেছে ফিলিস্তিন। যদিও তারা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছে। অবশ্য জাতীয় দলের ৬/৭ জন আছে। সিসেলস নামের একটা দেশ এসেছে যাদের র‌্যাঙ্কি দুইশ। আমাদের থেকে নিচে। একইসঙ্গে ওদের দল নিয়েও কোনো ধারণা নেই। বুরুন্ডি নামে একটা দল আছে। আফ্রিকায় খেলে। এই যে দল নির্বাচন, এটাতেই ব্যাপক সমস্যা হয়েছে। এটা কী ইচ্ছাকৃতভাবে তড়িগড়ি করে বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট করে ট্রফিটা বাংলাদেশে রাখার জন্য করা হয়েছে নাকি কী উদ্দেশ্যে করা হয়েছে এটা কিন্তু এখন জিজ্ঞাসার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরো বিষয়টায় আমরা হতাশ হয়েছি।'

তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্টে বাফুফে কেন সবাইকে যুক্ত করল না? তাহলে কী পুরো কৃতিত্বটা একাই নিতে চেয়েছিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা কমিটি?

এমন প্রশ্নের মুখে রুহুল আমিন তরফদার জানালেন, 'এটা বাফুফেই ভালো বলতে পারবে। তবে সবাইকে যুক্ত করা উচিত ছিল। আমরা যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি, তাদের সঙ্গে রাখলে ভালো কিছু হতো। বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে প্রথম টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের গুরুত্ব অনেক বেশি সেটা মাথায় রেখেই কাজটা করা উচিত ছিল।'

এ সম্পর্কিত আরও খবর