‘ফুটবল উন্নয়ন নয়, তাদের টার্গেট বাফুফের চেয়ার দখল'

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-22 12:09:53

সামনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সবকিছু ঠিক থাকলেই এপ্রিলে ভোট যুদ্ধ। তার আগে নির্বাচনী আমেজ বাফুফে-তে। এর অংশ হিসেবেই তড়িঘড়ি করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে কীনা এনিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার-প্রচারণা নেই। সেই সঙ্গে বঙ্গবন্ধু গোল্ডকাপের এই নিম্নমান নিয়েও শনিবার প্রশ্ন তুললেন তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানালেন, চেয়ার দখলেই চোখ একপক্ষের।

শনিবার রাজধানীর মহাখালীতে নিজ কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরফদার রুহুল আমিন বলেন, 'এপ্রিলের নির্বাচনে কে কোন চেয়ারে বসবেন, আগে যারা ১২ বছর বাংলাদেশের ফুটবলে কর্তৃত্ব করেছেন। দেশের ফুটবলকে ১৪২তম স্থান থেকে ১৮৭তে নিয়ে এসেছেন, তারা আবার ওই চেয়ারে বসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছে। তাদের তো টার্গেট হচ্ছে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন না, তাদের উদ্দেশ্য হচ্ছে ওই চেয়ারে থাকতে হবে আমার। ওই চেয়ারে বসার জন্যই এসব করছে।'

তরফদার রুহুল আমিন চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের মান নিয়েও প্রশ্ন তুলছেন। নির্বাচনের বৈতরণী পার হতেই তড়িঘড়ি করে এমন 'মানহীন' টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে মনে করে তিনি। জানান, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর টুর্নামন্টে কেন এতো সাদামাটা হবে? দর্শকশূন্য কেন থাকবে? যে দলগুলো খেলতে এসেছে তারা আমাদের থেকে অনেক নিচে। উনারা সবাই নির্বাচনমুখী। তারা তো ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করছে না। কী করে ওই চেয়ারে বসতে হবে, কাকে ধরতে হবে, এসব নিয়ে ব্যস্ত।'

 

তবে দেশের স্বার্থে এখন বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপায় চোখ তরফদার রুহুল আমিনের। তিনি বলেন, ‘কাপ জিতুক সে নিয়ে কিছু বলার নেই। কিন্তু টূর্নামেন্টের মানটা আরেকটু ভালো করা উচিত ছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপের মান নিয়ে দেশব্যাপী সমালোচনা হচ্ছে, গণমাধ্যমে এ বিষয়ে লেখালেখি হচ্ছে। সামনে বাফুফের নির্বাচন। আমাকে ক্লাব এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সভাপতি পদে নির্বাচনের জন্য লড়তে মনোনয়ন দেওয়া হয়েছে।'

বর্তমানে বাফুফের ক্ষমতায় রয়েছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা প্যানেল। ১২ বছর ধরেই তারা দায়িত্বে আছেন। এবারও নির্বাচনে থাকার কথা শোনা যাচ্ছে। একইসঙ্গে লড়বেন তরফদার রুহুল আমিনও। জানালেন, 'নির্বাচিত হলে ফুটবলের মান উন্নয়নে কাজ করব। এতদিনেও যে ফুটবলের ভিত্তি তৈরি হয়নি সেটা নিয়ে প্রথমে কাজ করা হবে, এরপর ফুটবলের ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হবে। গেল ১২ বছরে এই কমিটি ফুটবলকে তলানিতে নিয়ে গেছে। র‌্যাঙ্কিং বর্তমানে ১৮৭-তে গিয়ে ঠেকেছে। আমি এই অবস্থা থেকে দলকে বের করতে কাজ করব।’

একইসঙ্গে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট করার চিন্তাও আছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিবের।

এ সম্পর্কিত আরও খবর