বার্সাকে পেছনে ফেলল রিয়াল, গোল উৎসব অ্যাগুয়েরোর

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 07:19:35

সময়টা বেশ কাটছে রিয়াল মাদ্রিদের। কিছুদিন আগেই দল জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এবার লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে দল হোঁচট খেলেও দাপট দেখিয়েই যাচ্ছেন সার্জিও অ্যাগুয়েরো। গোল উৎসব চলছেই ম্যানচেস্টার সিটির এই তারকার।

শনিবার সেভিয়ার বিপক্ষে সান্টিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচটিতে জিদান সেরা একাদশে রাখেন নি গ্যারেথ বেল, সার্জিও রামোস আর ইডেন হ্যাজার্ডকে।

ম্যাচের প্রথমার্ধটা ছিল একেবারেই সাদামাটা, নিস্প্রাণ। কিন্তু লড়াই জমে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে লুকা ইয়োভিচের ব্যাকহিলে নিশানা খুঁজে নেন কাসেমিরো। তবে এরপরই সমতা ফেরান ডি ইয়ং। ৬৯তম মিনিটে ফের কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে গোলের উৎস তৈরি করে দেন লুকাস ভাসকেস। তার ক্রসে লাফিয়ে দুর্দান্ত হেড কাসেমিরোর (২-১)।

এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে রিয়াল। এ অবস্থায় ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিদানের দল। এক ম্যাচ কম বার্সেলোনার অর্জন ৪০ পয়েন্ট। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এরপরই আতলেতিকো মাদ্রিদ।

এদিকে টানা তিন জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।  জেঙ্ক তসুনের গোলে এগিয়ে যায় প্যালেস। এরপর দুটি গোল করেন অ্যাগুয়েরো। ফার্নান্দিনিয়োর গোলে সমতা ফেরায় অতিথি দল।

দুই গোলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন অ্যাগুয়েরো। প্রিমিয়ার লিগে ১৭৭ গোল করে পেছনে ফেললেন বর্তমান কোচ ও সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। ২৬০ গোল নিয়ে শীর্ষে অ্যালান শিয়েরার। এরপরই আছেন ওয়েন রুনি (২০৮)।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গেছে চেলসি। শনিবারের ম্যাচে ১-০ গোলে হার মেনেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এ অবস্থায় ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই ম্যানসিটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।  ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে এরপরই ম্যানচেস্টার ইউনাইটেড।

এ সম্পর্কিত আরও খবর