রুদ্ধশ্বাস ছড়িয়ে জয় বাংলাদেশ এ’ দলের

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:54:30

রোমাঞ্চ ছড়ানো এক ম্যাচ। যেখানে একবার মনে হচ্ছিল জিততে যাচ্ছে বাংলাদেশ এ’ দল। আবার শ্রীলঙ্কা এ’ দল যাচ্ছিল এগিয়ে। শেষ বলেই এসে এই নাটকীয়তার উত্তর মিলল। ২ রানের রুদ্ধশ্বাস জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সিলেটে ৩ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে এ’ দল। জবাব দিতে নেমে ২৭৮ রানে অলআউট হয় সফরকারীরা।

ওয়ানডে এই ম্যাচের শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। জিততে ইনিংসে শেষ বলে শ্রীলঙ্কা দলের প্রয়োজন ছিল ৩ রান।
শেহান মাদুশঙ্কা ছিলেন স্ট্রাইকে। যিনি তিন ছক্কায় হাঁকিয়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন। সেই ব্যাটসম্যানটিকেই বোকা বানিয়ে আউট করে দেন সিলেটেরই পেসার সৈয়দ খালেদ আহমেদ। 'লোকাল হিরো'র হাত ধরেই এসেছে দুর্দান্ত এক জয়!‍

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে। আরিফুল হক ঝড় তুলেন ব্যাটে। শেষ ৯ ওভারে ১০৬ রান না উঠলে অবশ্য বিপাকেই পড়ে যেতে এ' দল। আরিফুল ২২ বলে করেন ৪৭। আর অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪৪ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলে গড়ে দলকে স্বস্তি এনে দেন।
ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে আসে চারটি চার ও তিনটি ছক্কায় ৬৭ রান। অবশ্য এজন্য খেলেন ১০৭টি বল। আর ফজলে রাব্বি ৬৩ বলে ৫৯ করে ধরেন সাজঘরের পথ। ইনিংসে শেষ ৫ ওভারে বাংলাদেশ এ’ দল তুলে ৬২ রান!
এরপর জবাব দিতে নেমে শুরুতেই পথ হারিয়েছিল শ্রীলঙ্কা। ৭২ রানে ৪ উইকেট হারালেও এরপরই পথে ফেরে সফরকারীরা। থিরিমান্নে (২৯) ও আশান প্রিয়াঞ্জন (৪২) প্রতিরোধের প্রাচীর তুলে দাঁড়ান। এরপর থিসারা পেরেরা দুই চার ও ১ ছক্কায় করেন ২০ রান। আর দাসুন সানাকা রীতিমতো ভয় ধরিয়ে দেন টাইগার শিবিরে। ৭৮ বলে ৭৮ করেন তিনি।
এক পর্যায়ে ২৪৪ রানে শ্রীলঙ্কা হারায় ৯ উইকেট। তখনো লড়ে যান মাদুশঙ্কা। তবে শেষ রক্ষা হয়নি। তাদের ঠিকই হতাশ করে সিলেট আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়ামে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ এ’: ৫০ ওভারে ২৮০/৭ (মিজানুর ৬৭, সৌম্য ২৪, জাকির ১৮, ফজলে রাব্বি ৫৯, মিঠুন ৪৪, আরিফুল ৪৭, আল আমিন ৮*, সানজামুল ০, নাঈম ১*; মাদুশাঙ্কা ১/৬১, জয়াসুরিয়া ১/৩৯, থিসারা ১/৪৪, পুস্পকুমারা ১/৪৪)।

শ্রীলঙ্কা এ’: ৫০ ওভারে ২৭৮/১০ (সামারাবিক্রমা ৩, থারাঙ্গা ১০, থিরিমান্নে ২৯, জয়াসুরিয়া ২০, প্রিয়াঞ্জন ৪২, শানাকা ৭৮, থিসারা ২০, শাম্মু ২৮, মাদুশঙ্কা ২১, পুস্পকুমারা ০, পেইরিস ১১*; খালেদ ৪/৭২, শরিফুল ৩/৫৪, আরিফুল ২/৪২,)

ফল: বাংলাদেশ ‘এ’ ২ রান জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এ’ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: আরিফুল হক

এ সম্পর্কিত আরও খবর