ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে উন্ডিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 17:45:39

আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে ক্যারিবিয়ানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। খবরটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল শ্রীলঙ্কায় পা রাখবে ১০ ফেব্রুয়ারি। দেশটিতে পৌঁছেই অতিথি দল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ১৭ ও ২০ ফেব্রুয়ারি।

পি. সারা ওভালে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচটি আন-অফিসিয়্যাল এনকাউন্টার। কাতুনায়েকে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় গা-গরমের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সফর।

প্রথম ওয়ানডে হবে কলম্বোতে। খেত্তারামা স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় খেলা হবে এসএসসি-তে। ২৬ ফেব্রুয়ারি ডে-নাইট ও দ্বিতীয় ওয়ানডে আয়োজন করবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ১ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।

ক্যান্ডিতে টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ৪ ও ৬ মার্চ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি টি-টোয়েন্টি খেলে শ্রীলঙ্কা জিতেছে ছয় ম্যাচ। ওয়ানডেতে শেষ দশ ম্যাচে জিতেছে আট ম্যাচ। যদিও ২০১৬ সালের পর দুদল খেলেছে মাত্র একটি সীমিত ওভারের ম্যাচ। ২০১৯ বিশ্বকাপে আনুষ্ঠানিকতার ম্যাচে ২৩ রানে জিতে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলে ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে। আর ওয়েস্ট ইন্ডিজ এর আগে শ্রীলঙ্কা সফর করেছিল ২০১৫ সালে। ওয়ানডে সিরিজ তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১-১ সমতা নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর