লাইফবয়-সাকিব জুটি আরো বাড়ল

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 22:39:36

আট বছর পেরিয়ে নয় বছরে পা!

সাকিব ও লাইফবয় এর অনন্য অপরাজিত জুটি আরো এগিয়ে চলেছে। সংখ্যার হিসেবে ২০২০ সালে সেই সম্পর্কটা পৌঁছাল ৯ বছরে। তবে সামনের আরো তিন বছর এই জুটি একসঙ্গে থাকছে- সেই ঘোষণাই দিল ২২ জানুয়ারি, বুধবারের বিকেলে বিশ্বের নাম্বার ওয়ান হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। অলরাউন্ডার সাকিব আল হাসান লাইফবয়-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরো তিন বছরের জন্য চুক্তিতে সই করেছেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর (বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার, স্কিন ক্লিনসিং এর ক্যাটাগরি হেড নাবিলা জাবীন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাকিবের সাথে লাইফবয় এর পথচলা শুরু ৮ বছরেরও বেশি সময় আগে। সাকিব তখন সবেমাত্র উদীয়মান খেলোয়াড়। আর ২০২০ সালের নতুন বছরের শুরুতে সাকিবের সঙ্গে সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিল লাইফবয়। অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশকে জীবাণুুমুক্ত রাখার মিশনে সাকিবকে সঙ্গে রেখেছে লাইফবয়।

অনুষ্ঠানে লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, ‘আমি যখন আজকের সাকিব হয়ে উঠিনি, তখনই লাইফবয় আমাকে তাদের পথ চলার সঙ্গী করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জীবাণুমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি আমি লাইফবয়ের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। শুধু পণ্য উৎপাদন নয়, বরং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস তৈরির মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রেখে চলেছে লাইফবয়। এমন দায়িত্ববান একটি ব্র্যান্ডের সঙ্গে আরো ৩ বছর থাকতে পারাটা আমার জন্য সত্যিই আনন্দের এবং সম্মানের।’

ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর (বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে লাইফবয় এর পার্টনারশিপ গত ৮ বছরেরও বেশি সময় ধরে চলছে। আরো ৩ বছরের জন্য এই চুক্তি নবায়ন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

ইউনিলিভার বাংলাদেশ এর স্কিন ক্লিনসিং এর ক্যাটাগরি হেড নাবিলা জাবীন খান তার বক্তব্যে বলেন, ‘সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকরা যেন তাদেরকে সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে পারে, সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করে যাচ্ছে লাইফবয়। লাইফবয় জীবন রক্ষাকারী স্বেচ্ছাসেবক প্রোগ্রাম, বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন এবং স্কুল পরিদর্শনের মতো উদ্যোগে আমাদের সঙ্গে থাকছেন সাকিব আল হাসান।’

২০২০ সাল নাগাদ বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষের হাত ধোয়ার অভ্যাসে পরিবর্তন আনার ঘোষণা দেয় লাইফবয়। আর এই পুরো সময় জুড়েই বিশ্বের এক নস্বর সোপ ব্র্যান্ড লাইফবয়ের সাথে হাজারো বাচ্চার পাশে ছিলেন লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও খবর