আমি সাকিব, কঠিন সময় যাচ্ছে, ফিরব আরো কঠিন হয়ে!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 22:02:10

‘আমি সাকিব আল হাসান। এই ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরব আরো কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাতদিন, অবিরাম। লাল-সবুজের হয়ে মাঠে ফিরতে। আর এ’কদিন এগার জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই, সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই শ্লোগান- খেলবে টাইগার, জিতবে টাইগার। সাথে আছেন তো?’

লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিটা আরেকটু দীর্ঘমেয়াদি করেছেন সাকিব আল হাসান। আর সেই উপলক্ষে ‘বর্তমানের সাকিব’কে নিয়ে লাইফবয় একটি প্রোমো তৈরি করেছে। মিনিট কয়েকের সেই প্রোমোতে সাকিব আল হাসান নিজেকে তুলে ধরতে যা বলেছেন তার পুরোটাই ঠিক এমন।

আইসিসির নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসান এখন বছর খানেকের জন্য নিষিদ্ধ। তার সেই নিষেধাজ্ঞা শেষ হবে চলতি বছরের ২৯ অক্টোবর।

মাঝের এই লম্বা সময় কিভাবে কাটবে তার? কাটছেই বা কিভাবে? এমনসব প্রশ্নের উত্তর বেশ সাবলীল কায়দায় দিয়েছেন একসময়ে তিন ফরমেটের ক্রিকেটে বিশ্বসেরা র‌্যাঙ্কিংয়ে থাকা এই বাংলাদেশি অলরাউন্ডার।

নিষেধাজ্ঞা কাটিয়ে সামনের ২৯ অক্টোবরের পরে ক্রিকেট মাঠে নিজের সম্ভাব্য ফিরে আসা প্রসঙ্গে সাকিব বললেন- ‘আমি নিজেকে এই সময়টায় কিভাবে প্রস্তুত করছি, কেমন শক্তিশালী হয়ে ফিরব, সেটা জানার জন্য আপনাদের সবাইকে অপেক্ষায় থাকতে হবে। এখন বললাম যে অনেককিছু করে আসছি, কিন্তু দেখা গেল সেটা পরে প্রমাণিত হলো না, তখন সেটার ফল মোটেও গ্রহণযোগ্য হবে না। তাই বলছি, অপেক্ষা করেন-যদি সবকিছু ভালোভাবে থাকে তাহলে সময়ই সব প্রশ্নের উত্তর বলে দেবে।’

বাংলাদেশ দল খেলছে। তার সঙ্গের সবাই খেলছে। মাঠে লড়ছে। কিন্তু সাকিব শুধু দলে না, মাঠে প্রবেশের অধিকারও হারিয়েছেন। দল খেলছে, আর তিনি এখন এতো দূরের অবস্থানে-দুঃখবোধ, দলকে মিস করা; নিশ্চয়ই এমনসব আবেগ সাকিবকেও স্পর্শ করে?

সাকিব দুঃখবোধটা স্বীকার করলেন- ‘একটা জিনিষের সঙ্গে যখন আপনার অনেকদিনের সম্পৃক্ততা থাকবে তখন আপনার পছন্দের হোক বা অপছন্দের হোক, আপনি চান কিম্বা না চান, আপনি সেটাকে মিস করবেনই। এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রে এমনটা অস্বাভাবিক কিছু না। বলতে পারেন, হ্যাঁ মিস করছি। এটাই তো স্বাভাবিক।’

সাকিব কোনো অনুষ্ঠানে থাকবেন আর সেখানে ক্রিকেট ছাড়া অন্য কোনো বিষয় বেশি আলোচনা হবে-এমনটা তো হবার নয়। আর তাই অনুষ্ঠানটা লাইফবয়ের সঙ্গে সাকিবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুটি বাড়ার হলেও পুরো ১৯ মিনিটের প্রশ্নোত্তর পর্ব জুড়ে রইল ক্রিকেট।

তবে গেল বছরের ২৯ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত কাটানো নিজের ক্রিকেটহীন সময়টা নিয়ে আলোচনায় সাকিব তেমন আগ্রহী নন- ‘আমি আসলে এই বিষয়গুলো কারো সঙ্গে খুব বেশি শেয়ার করতে চাই না। যখন শেয়ার করার মতো কোনো পরিস্থিতি আসবে বা আমি মনে করব শেয়ার করা উচিত, তখন হয়তো সেটা নিয়ে কথা বলব। তার আগ পর্যন্ত আমি এগুলো নিয়ে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’

এ সম্পর্কিত আরও খবর