বাংলাদেশকে শক্তিশালী দল বলছেন শোয়েব মালিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:48:12

পেছনের পরিসংখ্যান নয়, সাম্প্রতিক পারফরমেন্সই আসলে বদলে দেয় টি-টোয়েন্টির অনেক হিসেব নিকেষ। সেই সূত্র অনুযায়ী বাংলাদেশের টি- টোয়েন্টি দলকে বেশ শক্তিশালী বলেই মন্তব্যই করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

৩৯ বছর বয়সী শোয়েব মালিককে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে ডেকেছে পাকিস্তান। কারণ আর কিছু নয়-অভিজ্ঞতা। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি ১১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শোয়েব মালিকের। একশ’র বেশি আর্ন্তজাতিক টি- টোয়েন্টি খেলেছে আর মাত্র একজন ক্রিকেটার-ভারতের রোহিত শর্মা (১০৪)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে এখন শোয়েব মালিকের দিন কাটছে। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলেও খেলেছেন তিনি। পারফরমেন্সও মন্দ নয়। ১৫ ম্যাচে ৪৫৫ রান করেছেন রাজশাহী রয়্যালসের এই অলরাউন্ডার। টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় তার দল রাজশাহী রয়্যালস। বাংলাদেশের এই দলের বেশিরভাগ ক্রিকেটারের শক্তিমত্তা ও দুর্বলতা ভালই জানা আছে তার। সেই সুযোগটা যাতে পাকিস্তান দল তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে পারে মুলত সেজন্যই তাকে ১৬ জনের দলে ডেকেছে পাকিস্তান।

বাংলাদেশ দল প্রসঙ্গে শোয়েব মালিক বলছিলেন-‘ বাংলাদেশের এই টি- টোয়েন্টি দলটি অনেক শক্তিশালী। দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের বেশ ভাল একটা সংমিশ্রণ আছে। বাংলাদেশের ক্রিকেট বেশ ভালই এগিয়ে এগিয়ে চলেছে। ক্রমশ তাদের ক্রিকেট উন্নয়ন পদ্ধতি ভারসাম্য নিয়ে সামনে বাড়ছে।’

পাকিস্তান সফর থেকে মুশফিক রহিম নিরাপত্তার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই প্রসঙ্গে শোয়েব মালিক বলছিলেন-‘এই সফরে শুধুমাত্র বাংলাদেশের একজন ক্রিকেটার ব্যক্তিগত কারণে আসেননি। তাকে আমি শুধু একটা অনুরোধ করবো, এবার আপনি এলেন না, কিন্তু পরের বার নিজে এসে দেখে যান এখানকার নিরাপত্তা পরিস্থিতি কতো সুদৃঢ়।’

শোয়েব মালিক পাকিস্তানে হয়ে এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টিতে ৩০.৫৮ গড়ে ২,২৬৩ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বেশি সময় দেয়ার জন্য ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে শোয়েব মালিক অবসর নেন। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটকেও বিদায় জানান।

চলতি বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় টি- টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে তার সুযোগ হবে কিনা- সেই প্রসঙ্গে এখনই মাথা ঘামাতে রাজি নন তিনি। জানান-‘আমি আপাতত বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়েই চিন্তা করছি।’

এ সম্পর্কিত আরও খবর