ওয়ানডের প্রস্তুতিতে বাংলাদেশের আত্মবিশ্বাসী জয়

, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-12-27 20:04:56

বলা যায় পুরো শক্তির দলই নামিয়েছিল প্রস্তুতি ম্যাচে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ (ইউ ডাব্লিউ আই) ভাইন্স চ্যান্সেলার একাদশ। আর বাংলাদেশ তাদের সেরা একাদশের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখেই নেমেছিল এই ম্যাচে। তা সত্ত্বেও ৪ উইকেটের বড় জয় নিয়ে সন্তুষ্টির সঙ্গেই প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ দল।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল এই ম্যাচে বিশ্রামে ছিলেন।

ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ একাদশের ২২৭ রান বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে টপকে যায়। ব্যাট হাতে ম্যাচের সেরা পারফর্মার মুশফিক রহিম, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। মুশফিক হার না মানা ৭৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। লিটন দাসের ব্যাট থেকে আসে ঝলমলো ৭০ রানের ইনিংস। নাজমুল হোসেন শান্ত করেন ৪৩ রান। এই তিন ব্যাটসম্যানের কৃতিত্বের এই ম্যাচে বল হাতে আলো ছড়ান স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার রুবেল হোসেন। মোসাদ্দেক তার ১০ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট পান। তার এই ১০ ওভারের মধ্যে তিন ওভার ছিল মেডেন। অনবদ্য এই পারফরমেন্সের জন্য মোসাদ্দেক ম্যাচ সেরা হন। পেসার রুবেল হোসেন ৪০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।

দিনরাতের এই ম্যাচে ২২৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলের শুরুটা ভাল হয়নি। ২৪ ওভারের মধ্যে ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। এনামুল হক বিজয় ব্যাট হাতে কোন রানই করতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেন মাত্র ১০ রান করে। প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের সময়টাও ভাল কাটেনি। সিঙ্গেল ডিজিটের বাধা পার করতে পারেননি সাব্বির। তবে পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে দলকে সামনে এগিয়ে নিতে হয় সেই ভুমিকাটা সাফল্যের সঙ্গে পালন করেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। লিটন কুমার দাস দ্রুতগতিতে ৪২ রান তোলার পর সামান্য ইনজুরিতে পড়েন। রিটায়ার্ট হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু মিডলঅর্ডারে ধারাবাহিকভাবে বাকি ব্যাটসম্যানদের ফিরে আসতে দেখে শেষের দিকে তাকে আবার ক্রিজে ফিরতে হয়। মুশফিকুর রহিমের সঙ্গে তার ৫২ রানের জুটিই এই ম্যাচে বাংলাদেশকে সাফল্য এনে দেয়। জয়ের খুব কাছাকাছি এসে লিটন দাস ৭০ রানে আউট হয়ে গেলেও একপ্রান্ত আঁকড়ে ধরে মুশফিক ম্যাচে ফিনিসিং টানেন।

লিটন দাস তার ৭৯ বলে ৭০ রানের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান। ৭০ বলে অপরাজিত ৭৫ করা মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কা।

 

জ্যামাইকার সাবিনা পার্কের এই ম্যাচে টসে জিতে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলার একাদশের ইনিংস ওপেন করেন ক্রিস গেইল ও উইকেটকিপার আমির জাঙ্গু। ওপেনিং জুটিতে তারা জড়ো করেন ৫০ রান। গেইল তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে মেলে ধরতে পারেননি। ৪৪ বল খেলে করেন ২৯ রান। ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর আগেই তাকে ফেরাতে পারে বাংলাদেশ দল। অপর ওপেনার আমির জাঙ্গু তিন বাউন্ডারি ও ১ ছক্কায় তুলে নেন ৩৬ রান। প্রায় তিন বছর পরে ওয়ানডে ক্রিকেটের অ্যাকশনে ফেরার অপেক্ষার থাকা আন্দ্রে রাসেল এই ম্যাচে ব্যাটে-বলে তেমন জ্বলে উঠতে পারেননি। মাত্র ১১ রানেই তাকে ফিরিয়ে দেন

সপ্তম উইকেটে ইয়ানিক ওটিলে (৫৮ রান) ও কেভাম হজের (৪৪ রান) গড়া ৯১ রানের জুটিই ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ একাদশের স্কোরকে দুশোর ওপরে নিয়ে যায়।

দুই টেস্টের সিরিজে বাজে ভাবে হারের পর ওয়ানডে সিরিজে নিজেদের মর্যাদা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাসে নতুন শক্তি এনে দেবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই।

সংক্ষিপ্ত স্কোর : ইউনিভার্সিটি অব ওয়েষ্ট ইন্ডিজ চ্যান্সেলার একাদশ: ২২৭/৯ (৫০ ওভারে, গেইল ২৯, আমির জাঙ্গু ৩৬, ওটিলে ৫৮, হজ ৪৪, মোসাদ্দেক ৪/১৪, রুবেল ৩/৪০)। বাংলাদেশ : ২৩০/৬ (৪৩.৩ ওভারে, লিটন ৭০, মুশফিকুর রহিম ৭৫*, নাজমুল হোসেন শান্ত ৪৩, মাহমুদউল্লাহ ১০, সাব্বির ৪, পাওয়েল ২/৩২)। ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন সৈকত।

 

 

এ সম্পর্কিত আরও খবর