নতুন এক ইতিহাস লিখলেন ক্রিস্টিন সিনক্লেয়ার। কানাডার এ নারী ফুটবলার বনে গেলেন পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
সিনক্লেয়ার (১৮৫ গোল) ভেঙে ফেললেন যুক্তরাষ্ট্রের সাবেক নারী ফুটবলার অ্যাবি ওয়ামব্যাচের (১৮৪ গোল) রেকর্ড।
২০২০ অলিম্পিকস কোয়ালিফাইয়ার ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিসকে ১১-০ গোলে হারিয়েছে কানাডা। এ ম্যাচের প্রথম ২৩ মিনিটেই জোড়া গোল উপহার দেন সিনক্লেয়ার। দুর্দান্ত এ পারফরম্যান্সেই আন্তর্জাতিক ফুটবলে এ কীর্তি গড়লেন কানাডিয়ান এ স্ট্রাইকার।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ধরে রেখেছেন ইরানের আলি দায়েই। তার ঝুলিতে রয়েছে ১০৯ গোলের রেকর্ড।
৩৬ বছরের সিনক্লেয়ার এনিয়ে দেশের হয়ে খেললেন ২৯০টি আন্তর্জাতিক ম্যাচ।