বিসিবির চাকরি ছেড়ে আইপিএলে মারিও

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 17:43:12

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হাতছানিতে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকেই গুডবাই বললেন মারিও ভিল্লাভারায়ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়লেন এই ট্রেনার। তিনি যোগ দিলেন আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে!

অবশ্য বেশ কিছুদিন ধরেই আইপিএলে কাজ করার ইচ্ছেটা বয়ে বেড়াচ্ছিলেন মারিও। কিন্তু সুযোগটা পাচ্ছিলেন না। এবার প্রস্তাবটা পেতেই লুফে নিয়েছেন। সানরাইজার্স হায়দাবাদের ট্রেনারের প্রস্তাবে 'হ্যাঁ' বললেন তিনি।

গত বুধবারই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই শ্রীলঙ্কান ট্রেনার। তবে এখনই ঢাকা ছাড়ছেন না। জিম্বাবুয়েরে বিপক্ষে সিরিজে বাংলাদেশ শেষবারের মতো পাবে তাকে।

জানা গেল, আইপিএলের দলটির সঙ্গে চুক্তিটাও বেশ লোভনীয়। এ কারণেই বিসিবিকে বিদায় বলেছেন তিনি। হায়দরাবাদের দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন মারিও ভিল্লাভারায়ন। হায়দরাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে তার। সেক্ষেত্রে টাকার অঙ্কটাও যে কম নয় তা অনুমান করাই যায়।

যদিও বিসিবির চাকরিটা শুরুতে ছাড়তে চাননি মারিও। বাংলাদেশ জাতীয় দল ও আইপিএল- দুটোই একসঙ্গে চালাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিসিবি এভাবে ছুটি দিতে রাজি নয়। কোনো কোচিং স্টাফকে অন্য লিগের জন্য ছুটি দিতে নারাজ। এ কারণেই সরে দাঁড়ালেন মারিও।

সেই ২০১৪ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করছেন লঙ্কান এই ট্রেনার। গতবছর বিশ্বকাপের পর তৃতীয় দফায় তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি।

এ সম্পর্কিত আরও খবর