রাব্বির সেঞ্চুরি, শফিউলের পাঁচ উইকেট

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:54:47

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি মৌসুমের উদ্বোধনী দিনই শতরান পেলেন ফজলে রাব্বি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

রাব্বির শতকেও স্বস্তিতে নেই দক্ষিণাঞ্চল। কারণ দল যে ১ম ইনিংসে বড় স্কোর গড়তে পারল না। বল হাতে ঝড় তুলে একাই দৃশ্যপট পাল্টে দেন শফিউল ইসলাম। এই পেসার তুলে নেন ৫ উইকেট।

শুক্রবার চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে ফজলে রাব্বির ব্যাটে ভর করে দক্ষিণাঞ্চল করে ১ম ইনিংসে ২৬২ রান। জবাবে নেমে উত্তরাঞ্চলও চাপে রয়েছে। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৪৬ রান। দক্ষিণাঞ্চল এগিয়ে ২১৬ রানে।

প্রথম দিনটা শফিউলের হয়ে থাকল। নিজের প্রথম ওভারেই উত্তরাঞ্চলের ৪ উইকেট শিকার করেন এই পেসার। ইনিংসের প্রথম বলেই শফিউলের বলে লাইন মিস করেন লিটন কুমার দাস। বল তার প্যাডে আঘাত হানে। শফিউলসহ সতীর্থরা এলবিডব্লিউ’র আবেদন জানান। আম্পায়ার জানান আউট।

পরের বলে জুনায়েদ সিদ্দিকী নেন ২ রান। তৃতীয় বলে বোল্ড জুনায়েদ। এরপর চতুর্থ বলে উড়ে যায় মিজানুর রহমানের উইকেট। পঞ্চম বলে ২ রান নেন নাঈম ইসলাম। ষষ্ঠ বলে তাকেও বোল্ড করেন শফিউল।

শফিউল ম্যাজিকের আগে দক্ষিণাঞ্চলের ৭০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়েন ফজলে রাব্বি। মাহমুদউল্লাহ ৬৯ বলে ৩১ করে ফিরলে ভাঙে ৭১ রানের জুটি।

রাব্বি ৮১ বলে করেন হাফসেঞ্চুরি। পরের ৫৮ বলে তিনি ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের স্কোর। ১৩৯ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি তুলে নেন রাব্বি। ফেরার আগে করেন ১৬৪ বলে ১২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস: ৬৭.৪ ওভারে ২৬২/১০ (শাহরিয়ার নাফীস ০, এনামুল হক ১০, ফজলে রাব্বি ১২৫, শামসুর রহমান ২৭, মাহমুদউল্লাহ ৩১, আল আমিন জুনিয়র ২, নুরুল হাসান ২৬, আব্দুর রাজ্জাক ১৭, কামরুল ইসলাম ১, শফিউল ইসলাম ১৬; আল আমিন ০*; তাসকিন ২/৩৩ , এবাদত ২/৫১, সুমন ৩/৬৭, সানজামুল ০/৪২, আরিফুল ২/৩০, নাইম ০/৫ ও তানবীর ১/৩১)।

উত্তরাঞ্চল: প্রথম ইনিংস: ১২ ওভারে ৪৬/৫ (লিটন ০, রনি ২৬*, জুনায়েদ ২, মিজানুর ০, নাইম ২, সানজামুল ১৬, তানবীর ০*; শফিউল ৫/৩০, আল আমিন ০/১৬, কামরুল ০/১)।

এ সম্পর্কিত আরও খবর