পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বিলাল-আশরাফ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 20:39:58

পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন বিলাল আসিফ। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন এ অফ-স্পিনার। বাংলাদেশের বাঁহাতি লাইন-আপকে মোকাবেলা করতেই বিলালকে দলে ডেকে নিয়েছে পাকিস্তান।

টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টের দলে পুনরায় ডাক পেয়েছেন ফাহিম আশরাফও। শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্ট সিরিজে অবশ্য খেলা হয়নি এ সিম-বোলিং অলরাউন্ডারের।

বিলাল ও আশরাফ কেউই ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দলে ছিলেন না। তবে এখন বাঁ-হাতি স্পিনার কাশিফ ভাটি ও বাঁ-হাতি পেসার উসমান শিনওয়ারির জায়গায় দুজনে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিলাল কায়েদ-এ-আজম ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। সুবাদে সেন্ট্রাল পাঞ্জাবকে এনে দেন শিরোপা। তার সেন্ট্রাল পাঞ্জাব সতীর্থ আশরাফ তিন ম্যাচ খেলে পেয়েছেন আট উইকেট। সঙ্গে ৫৯ গড়ে তুলেন ১১৮ রান।

পাকিস্তানের টেস্ট দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ ও ফাহিম আশরাফ।

এ সম্পর্কিত আরও খবর