রাজশাহীতে শুরু বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-10 04:46:06

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ আসরের রাজশাহী পর্বের পর্দা উঠেছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। টুর্নামেন্টের এ পর্বে অংশ নিচ্ছে ১১টি স্কুল।

রাজশাহী জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক রফিউস শামস প্যাডি এবং মোহাম্মদ ইয়ামিন, ভিপি ও আঞ্চলিক প্রধান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

উদ্বোধনী ম্যাচে নয়নশুকা আর কে হাই স্কুল (চাঁপাইনবাবগঞ্জ) ২-১ গোলে হারিয়েছে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়কে (রাজশাহী)। নয়নশুকার হয়ে গোল করেন আব্দুল আলিম ও হৃদয় কুমার। দামকুড়া স্কুলের হয়ে একমাত্র গোলটি করেন রিজভি।

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উদ্বোধন হবে ময়মনসিংহ ভেন্যুর খেলা।

এ সম্পর্কিত আরও খবর