নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ভারতের দলে ফিরেছেন পৃথ্বী শ। দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে জায়গা করেছেন ফিটনেস ফিরে পাওয়া জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা।
যদিও ইশান্তের খেলার ব্যাপারটা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে খেলার সময় গোড়ালিতে চোট পান তিনি। বেঙ্গালুরুর ন্যাশনাল একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম চলছে এখন তার।
কাফ ইনজুরি নিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে ইনিংস ওপেনিংয়ে মাঠে নামবেন মায়াঙ্ক আগারওয়াল। ইনিংস উদ্বোধনে তার সঙ্গী হবেন সাবমান গিল ও পৃথ্বী শ-র মধ্যে একজন। পৃথ্বী শ ও আগারওয়াল দুজনেই ওয়ানডে স্কোয়াডে রয়েছেন।
বাঁ-হাতি স্পিনার কুলদ্বীপ যাদব ছিটকে গেছেন দল থেকে। স্পিন আক্রমণের নেতৃত্ব দিবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ২১ ফেব্রুয়ারি শুরু ওয়েলিংটনে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চে।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, সাবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রিশব পান্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও নবদ্বীপ সাইনি।