স্কুল ক্রিকেটে জুনায়েদের হ্যাটট্রিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 09:34:59

প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন পিরোজপুরের কাউখালি সরকারি হাই স্কুলের জুনায়েদ। এনিয়ে চলতি আসরে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা মিলল।

জুনায়েদের হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকারের দিনে বুধবার টাউন হাই স্কুলকে ৮ উইকেটে হারাল কাউখালি সরকারি হাই স্কুল।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে জুনায়েদের বোলিং তোপে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৩ রানে অলআউট টাউন হাই স্কুল। সজিব সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত। জিহাদ ১৬। দলের অন্য কেউ দেখা পাননি দুই অঙ্কের স্কোর। প্রতিপক্ষের আকাশ, মাইনুল ও পলাশকে ফিরিয়ে চলতি আসরে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন কাউখালি সরকারি হাই স্কুলের জুনায়েদ। ২৬ রান দিয়ে এই ডান-হাতি পেসার নেন ৬ উইকেট।

এরপর ২৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখে টাউন হাই স্কুলের বিপক্ষে জয় তুলে নেয় কাউখালি সরকারি হাই স্কুল। ম্যাচ সেরা জুনায়েদ।

২০১৮-১৯ মৌসুমের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে এবার অংশ নিচ্ছে ৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০জন ক্ষুদে ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সারা দেশে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরে ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে হবে ৯০১, বিভাগীয় পর্যায়ে ৫৭ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে হবে ৭ ম্যাচ।

এ সম্পর্কিত আরও খবর