বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্তো ভালভারদে বরখাস্ত হয়েছেন জানুয়ারিতে। কারণটা তো সবার জানা। দলের পারফরম্যান্সটা মন মতো হয়নি ক্লাব কর্তৃপক্ষের। ময়দানের লড়াইয়ে পারফরম্যান্সটা খারাপ হলে বলির পাঠা হন কোচরা। এটাই তো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অলিখিত নিয়ম।
কিন্তু ভালভারদের চাকরি হারানোর পিছনে কারণ হিসেবে লিওনেল মেসিদেরই দায়ী করেছেন এরিক আবিদাল। বার্সেলোনার এই স্পোর্টিং ডিরেক্টর স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ‘কোচ ভালভারদের অধীনে আসলে ফুটবলাররা কঠোর পরিশ্রম করেনি।’
সাবেক ক্লাব সতীর্থের এমন অভিযোগ মানতে পারছেন না আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসি। ফুটবল জাদুকর শুধু আবিদালের সমালোচনাই করেননি, পাল্টা তোপ দাগিয়ে সুনির্দিষ্ট খেলোয়াড়দের নামও জানতে চেয়েছেন, ‘যখন ফুটবলারদের কথা উঠেছে, তখন তাদের নাম বলতে হবে। তা না বললে মিথ্যা কথাই প্রচার হয়ে যাবে।’
আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড় সন্তুষ্ট ছিল না বা কঠোর পরিশ্রম করছিল না। অভ্যন্তরীণ যোগাযোগেও সমস্যা ছিল। কোচ ও ড্রেসিং রুমের মধ্যে সম্পর্কটা সবসময় উষ্ণ ছিল। কিন্তু সেখানে একছু একটা ঝামেলা ছিল। সাবেক ফুটবলার হিসেবে আমি গন্ধ পেয়ে ছিলাম। এবং নিজের ভাবনাটা ক্লাবকে জানাই। পরে ভালভারদের ব্যাপারে আমরা সিদ্ধান্তে পৌঁছাই।’
আবিদালের এই বক্তব্যের জবাবে মেসি ইনস্টাগ্রামে বলেন, ‘আন্তরিকভাবে এমন কাজ আমার পছন্দ নয়। আমার মতে লোকজনের কাজ ও সিদ্ধান্তের ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত। মাঠের পারফরম্যান্সের জন্য খেলোয়াড়রা দায়িত্বশীল। ভালো না খেললে আমরাই প্রথম তা স্বীকার করি। স্পোর্টস বিভাগের কর্তা ব্যক্তিদেরও নিজেদের সিদ্ধান্তের জন্য দায়-দায়িত্ব নিতে হবে।’
এজন্য অবশ্য আবিদালের চাকরি যাচ্ছে না। মেসিকে শান্ত করতে তার বন্ধু নেইমারকে পিএসজি থেকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সার এ স্পোর্টিং ডিরেক্টর।
ভালভারদে চাকরি হারানোর পর ন্যু ক্যাম্পের কোচের দায়িত্ব নিয়েছেন কিকে সেতিয়েন।