টি-টোয়েন্টিতে শাপুর জাদরানের প্রত্যাবর্তন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:02:35

অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন শাপুর জাদরান। ফেরার অপেক্ষা যেন কিছুতেই শেষ হচ্ছিল না তার। অবশেষে শেষ হলো তার প্রত্যাবর্তনের অপেক্ষা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিলেন ৩২ বছরের বাঁ-হাতি এ ফাস্ট বোলার।

আফগান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ শাপুর। ২০১৫ সালে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নেওয়ার ম্যাচে বীরত্ব দেখিয়ে সুনাম কুড়িয়ে ছিলেন তিনি। তবে ২০১৯ সালের মার্চের পর থেকে দেশের হয়ে খেলেননি শাপুর।

এই দলের মধ্য দিয়েই ক্রিকেটের তিন ফরম্যাটেই পূর্ণকালীন আফগান অধিনায়ক হিসেবে আসগর আফগানের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘটল।

দলে নতুন মুখ হিসেবে আছেন ১৯ বছরের লেগস্পিনার কাইস আহমেদ ও সিম বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই।

আইরিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। দিল্লীতে ম্যাচ তিনটি হবে ৬, ৮ ও ১০ মার্চ।

আফগান টি-টোয়েন্টি দল:
রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, সামিউল্লাহ শেনওয়ারি, আজমাতুল্লাহ ওমরজাই ও উসমান ঘানি।

এ সম্পর্কিত আরও খবর