জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চট্টগ্রামে নয়, সিলেটে হবে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-21 06:35:16

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু বদলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তিনটি ওয়ানডে এখন চট্টগ্রামে নয়, অনুষ্ঠিত হবে সিলেটে।

- কেন এই বদল?

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের ব্যাখ্যাটা এমন-‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্যই আমরা এই ভেন্যু বদল করেছি। এই মাঠ আইসিসির স্বীকৃত ভেন্যু। আর আইসিসির স্বীকৃত সব ভেন্যুতেই যাতে কিছু কিছু আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হয়- সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই কারণেই জিম্বাবুয়ে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ আমরা চট্টগ্রাম থেকে সরিয়ে সিলেটে স্থানান্তর করেছি।’

বিসিবির প্রধান নির্বাহী সেই সঙ্গে জানান-‘চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

একটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে। ঢাকায় ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। তারপর ১,৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ঢাকায় ফিরবে। ৯ ও ১১ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজ।

এ সম্পর্কিত আরও খবর