যুবাদের বিশ্বজয় ‘নতুন দিনের সূচনা’

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 02:34:46

প্রশংসা বন্যায় ভাসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এটাই তো স্বাভাবিক। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে জুনিয়র টাইগাররা যে এখন বিশ্বসেরা। যুব বিশ্বকাপ জয়ের পর আকবর আলিদের বন্দনায় মেতেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম থেকে শুরু করে টম মুডি, আজহার মাহমুদ, অতুল ওয়াসন, হরভজন সিং, ইরফান পাঠানরাও।

আগের দিনই অনুজদের অভিনন্দন জানিয়েছিলেন দেশসেরা ক্রিকেটাররা। একইসঙ্গে দেশের বাইরে থেকেও ভেসে এসেছে প্রশংসাসূচক নানা কথা।

রোববার রাতে পচেফস্ট্রমে জুনিয়র টাইগারদের বিশ্বজয় দেখে তারকা কোচ টম মুডি টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য এটি অসাধারণ এক মুহূর্ত। আমি বলবো-এই জয় তাদের প্রাপ্য। ওরা ভবিষ্যতের তারকা।’

প্রশংসা করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংও। তার দেশকেই ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপ উঠেছে যুবাদের হাতে। ভাজ্জি লিখেছেন, ‘দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। শিরোপা জেতার জন্য অভিনন্দন বাংলাদেশ দলকে। ভারতীয় দল মন খারাপ করো না। তোমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’

আরেক ভারতীয় সাবেক বোলার ইরফান পাঠানও ফাইনাল দেখে মুগ্ধ। তিনি টুইটারে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশকে। এই জয় বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে।’

আজহার মাহমুদও মুগ্ধ ফাইনাল দেখে। পাকিস্তানি সাবেক ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ জুনিয়র টাইগারদের বিশ্বকাপ জয় দেখে উইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপের টুইট, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের এই স্মৃতিটা মনে থাকবে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এটি ওদের প্রাপ্য।’

ঠাণ্ডা মাথায় খেলেছেন বাংলাদেশের যুবারা। অধিনায়ক আকবর আলি স্রোতের বিপরীতে ৪৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন মনে করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বজয়ে নতুন দিগন্তের সূচনা হলো। এই জয় ১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের মতোই নতুন দিনের সূচনাকারী এক দৃষ্টান্ত বলে মনে করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে ওয়াসন বলেন, ‘সব সময়ই প্রত্যাশা করি বিশ্ব ক্রিকেটে নতুন কোনো দেশ উঠে আসুক। শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়লে ভাল লাগে। অবশ্যই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের এ দিনটি বিশ্ব ক্রিকেটের জন্যই দারুণ এক দিন। বাংলাদেশের সম্ভাবনা সব সময়ই ছিল। বাংলাদেশের এই জয় অনেকটাই ১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের মতোই নতুন দিনের সূচনাকারী এক ঘটনারই মতো।’

এখানেই শেষ নয়, ওয়াসন আরও বলেন, ‘দেখুন এটি বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা। ফাইনালে হেরেছে ভারত। কিন্তু বিশ্ব ক্রিকেটের জন্য বাংলাদেশের বিশ্বকাপ জয় দারুণ একটা ব্যাপার।’

ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা এই ভারতীয় মনে করেন এই প্রতিভাবান ক্রিকেটারদের যত্ন নিতে হবে। না হলে তারা ঝরে পড়বে। কঠোর পরিশ্রম করাতে হবে। ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে তবেই জাতীয় দলের জন্য তৈরি করতে হবে যুবাদের।

এ সম্পর্কিত আরও খবর