ইউরোপিয়ান টুর্নামেন্টে দুই মৌসুম নিষিদ্ধ ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 20:09:10

ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি। উয়েফার ক্লাব লাইসেন্সিং ও ফিন্যান্সিয়াল প্লেয়ার প্লে আইন ভাঙার গুরুতর অপরাধে এ শাস্তি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাব।

শাস্তিটা কার্যকর হবে পরবর্তী দুই মৌসুমে। তাই চলতি মৌসুমে খেলতে তাদের কোনো সমস্যা হবে না। তবে সিটির মেয়েদের দলের ওপর এ নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।

নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাব। তাদেরকে ৩০ মিলিয়ন ইউরোর (২৫ মিলিয়ন পাউন্ড) জরিমানার রশিদ ধরিয়ে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এমন ক্ষতিকর সিদ্ধান্তে তারা হতাশ। তবে অবাক নয়। এখন  কোচ পেপ গার্দিওলার  দল এ শাস্তির বিরুদ্ধে আপিল করবে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকেটরি চেম্বার অব দ্য ক্লাব ফিন্যান্সিয়াল কন্ট্রোল বোডি (সিএফসিবি) জানিয়েছে, ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ম্যানসিটি  নিজেদের স্পন্সরশিপ আয় ও ব্রেক-ইভেন তথ্য বাড়িয়ে জমা দিয়েছে উয়েফার কাছে। শুধু তাই নয়, তদন্তে সহায়তা করতেও ব্যর্থ হয়েছে ক্লাবটি।

ইউরোপিয়ান ফুটবলের পর প্রিমিয়ার লিগেও শাস্তি হতে পারে ইতেহাদ শিবিরের। কেটে নেওয়া হতে পারে তাদের লিগ পয়েন্ট। কারণ ইংলিশ লিগে ফিন্যান্সিয়াল প্লেয়ার প্লে (এফএফপি) আইনও প্রায় একই। তবে উয়েফার এফএফপি আইনের মতো পুরোপুরি এক নয়।

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বে ম্যানচেস্টার সিটি মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদকে। দুদলের প্রথম লেগের ম্যাচ ২৬ ফেব্রুয়ারি হবে সান্টিয়াগো বার্নাব্যুতে।

এ সম্পর্কিত আরও খবর