ফন্দি এঁটে বিপদে রাজ্জাকের দক্ষিণাঞ্চল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 17:01:50

দলের সংগ্রহ মাত্র ১১৪ রান। ২৮.২ ওভারে উইকেট হারিয়েছে মাত্র ৪টি। ১২১ রানে পিছিয়ে। এরপরও প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। বলতে গেলে এটা আসলে আব্দুর রাজ্জাকের দলের ফন্দি। যাতে প্রতিপক্ষ মধ্যাঞ্চল বোনাস পয়েন্ট না পায়।

নিয়ম অনুযায়ী ১০০ ওভারের মধ্যে পাঁচ উইকেট ফেলতে পারলে ০.৫ পয়েন্ট বোনাস পেত মধ্যাঞ্চল। এই ০.৫ পয়েন্ট বাঁচাতে ইনিংস ছেড়ে দিয়ে এবার হারের শঙ্কায় পড়েছে দক্ষিণাঞ্চল। আর তারা হেরে গেলে টানা দুই ম্যাচ জয়ের জন্য এখন ১ পয়েন্ট বোনাস পাবে মধ্যাঞ্চল। ০.৫ পয়েন্ট বাঁচাতে গিয়ে ১ পয়েন্ট দেওয়ার পথে অধিনায়ক রাজ্জাকের দল।

আসলে নিজেদের পাতা ফাঁদেই পড়ে গেছে দক্ষিণাঞ্চল। বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে নাজমুল হাসান শান্তর (১৫ বাউন্ডারি ১৮৯ বলে ১২২*) সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল ৬ উইকেটে তুলে ফেলেছে ২০৯ রান। সুবাদে তাদের লিড দাঁড়িয়েছে ৩৩০ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৩৫ রান।

নাসুম আহমেদ তিনটি ও শফিউল ইসলাম নেন ২টি উইকেট।

এ সম্পর্কিত আরও খবর