শীর্ষে জুভেন্টাস, জয়ে ফিরল আর্সেনাল

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 08:51:04

সেরি-এ মানেই জুভেন্টাসের একচেটিয়া দাপট। কিন্তু এবার সেই দলটির সঙ্গে লড়াই জমিয়ে তুলল ইন্টার মিলান। চোখে চোখ রেখেই লড়ছে দুই দল। রোববার ইন্টারকে পেছনে ফেলে শীর্ষে পা রাখল জুভেন্টাস। অবনমনের শঙ্কায় থাকা ব্রেসিয়াকে হারিয়ে ফের নাম্বার ওয়ান তুরিনোর ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে জিততে ভুলেই যাচ্ছিল আর্সেনাল। টানা চার ড্রয়ের পর জয় দেখল গানাররা। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে তারা।

রোববার তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে ব্রেসসিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। গোল দুটি করেন পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো। এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট জুভদের। ৫৪ পয়েন্ট নিয়ে এরপরই ইন্টার। লাৎসিও ৫৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে।

এই ম্যাচে অবশ্য দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলেছে জুভেন্টাস।

এদিকে রোববার নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গোল চারটি করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং, নিকোলাস পেপে, মেসুত ওজিল ও আলেকসঁদ লাকাজেত।

দুঃসময় শেষে দারুণ জয় পেল আর্সেনাল। প্রিমিয়ার  লিগে সবশেষ ১০ ম্যাচের ছয়টিতেই পয়েন্ট হারানো দলটি এবার পথে ফিরল। এ অবস্থায় ২৬ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে আছে তারা।

এ অবস্থায় ২৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে এরপরই ম্যানচেস্টার সিটি। ৫০ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিন নম্বরে।

বুন্দেস লিগায় কোলনের বিপক্ষে রোববার ৪-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল তারা। ২২ ম্যাচ শেষে তাদের অর্জন ৪৬ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর