আসছে আইসিসি চ্যাম্পিয়নস কাপ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 16:53:39

টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ নামের নতুন এক টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে আইসিসি। টুর্নামেন্টটি আয়োজন করতে চায় তারা বিশ্বের শীর্ষ দশ জাতি নিয়ে। ২০২৩-২০৩১ সম্প্রচার স্বত্ব চক্রে এই টুর্নামেন্টে আয়োজনের প্রস্তাবনা নিয়ে কাজ করতে যাচ্ছে এখন আইসিসি।

২০২৪ ও ২০২৮ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ আয়োজন করতে চায় ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শুধু টি-টোয়েন্টিতে নয়। আইসিসি চ্যাম্পিয়নস কাপ আয়োজন করতে চায় একদিনের ক্রিকেটেও। ওয়ানডে চ্যাম্পিয়নস কাপ আয়োজনের প্রস্তাব এসেছে ২০২৫ ও ২০২৯ সালে। সঙ্গে থাকবে ২০২৬ ও ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ।

চ্যাম্পিয়নস ট্রফির মতো সংক্ষিপ্ত টুর্নামেন্ট হবে ৫০ ওভারের চ্যাম্পিয়নস কাপ। ছয় দলের এ আসরে খেলা হবে ১৬টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আদলে হবে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস কাপ। ম্যাচ হবে ৪৮টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে মাত্র সাত ম্যাচ কম। এবং ওয়ানডে বিশ্বকাপের সমান।

কিন্তু নতুন এ টুর্নামেন্টকে বর্ষপঞ্জিতে জায়গা করে দেওয়া নিয়ে আইসিসি ও তার ধনী সদস্য জাতিগুলোর মধ্যে চলছে বিতর্ক।

প্রস্তাবটা প্রথমবার আইসিসির বোর্ড টেবিলে আসে গত অক্টোবরে। যা এনিয়ে বোর্ড ও আইসিসির মধ্যে হবে এখন আলোচনা।

এ সম্পর্কিত আরও খবর