অধিনায়ক মাশরাফি কিন্তু বিসিবির কথাও পরিষ্কার...

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 07:09:03

বিশ্বকাপের পর থেকেই কোনো নতুন ওয়ানডে সিরিজ এলেই আলোচনায় চলে আসছে একটা নাম-মাশরাফি বিন মর্তুজা। আর সেই আলোচনায় থাকছে একটি বিষয়- মাশরাফি কবে অবসরে যাচ্ছেন?

১ মার্চ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেও ঠিক সেই নাম এবং আলোচনা। বিসিবি এই বিষয়ে বুধবার, ১৯ ফেব্রুয়ারি নিজেদের পরিষ্কার একটা অবস্থান ঘোষণা করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে মাশরাফিই থাকছেন অধিনায়ক। তবে এটাই অধিনায়ক হিসেবে তার ক্যারিয়ারের শেষ সিরিজ। খেলোয়াড় হিসেবেও শেষ কিনা- সেই সিদ্ধান্ত এককভাবে নেবেন মাশরাফি।

মাশরাফির অধিনায়কত্ব, তার সামনের ক্রিকেট ক্যারিয়ার এবং সামনের বিশ্বকাপ জুড়ে বিসিবির পরিকল্পনা এমনসব বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন বুধবার বিস্তারিত অনেক কিছু জানিয়েছেন। তার পুরোটাই থাকছে বিসিবি সভাপতির জবানিতে-

‘আমি সবসময় বলে আসছি সাকিবের মতো ক্রিকেটারের কোনো বিকল্প আমাদের সামনে নেই। ঠিক তেমনি ভাবে মাশরাফির মতো অধিনায়কের বিকল্পও এই মুহূর্তে আমাদের কাছে নেই। মাশরাফির ব্যাপারটা হচ্ছে এখন আগের চিত্র বদল হচ্ছে। আগে তো আমাদের বিপ টেস্ট পাস করার কোনো ব্যবস্থা ছিল না। এখন তো আমরা এটা চালু করেছি। এখন দেখা যেতে পারে মাশরাফি বিপ টেস্ট পাস নাও করতে পারে! তবে সেই সঙ্গে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট আজ যে জায়গায় ঘুরে এসে দাঁড়িয়েছে, সেখানে মাশরাফির অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তার অধিনায়কত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা এটাও জানি ওর এখন একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে ও আর কতটুকু খেলবে? মাশরাফিকে ঘিরে এমন অনেক ইস্যু আছে। আমার ধারণা মাশরাফি এই সিরিজে অবশ্যই থাকছে। ওর ফিটনেস নিয়েও এই সিরিজে আমরা অতটা কড়াকড়ি করতে চাচ্ছি না। তবে খুব শিগগির আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। সামনে যে আমাদের বিশ্বকাপ (২০২৩ সালের) আছে সেখানে হঠাৎ করে নতুন অধিনায়ক দিয়ে দিলে তো হবে না। সেটার জন্য দল এবং অধিনায়ক অন্তত দু’বছর আগেই আমাদের করে ফেলতে হবে। সেই হিসেব করলে আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদেরও সেই বিশ্বকাপকে ঘিরে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমার ধারণা একমাসের মধ্যে এই ব্যাপারে সবাইকে একটা পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিতে পারব। আমরা অন্তত এই সিরিজটা পর্যন্ত অপেক্ষা করছি।’

বিপিএল চলাকালে মাশরাফি সাংবাদিকদের কাছে তার অবসর প্রসঙ্গেও পরিষ্কার ব্যাখ্যা দিয়েছিলেন। বলেছিলেন-অবসর বিষয়ে ভাবছি না। আমি খেলব। জাতীয় দলে সুযোগ না পেলে ক্লাব ক্রিকেটে তো খেলব। মাশরাফির এই মন্তব্যের জবাবে বিসিবি সভাপতি বলছিলেন- ‘অবসর বিষয়টা আসলে প্রত্যেক ক্রিকেটারের ওপরই নির্ভর করে। আমরা জানি যে নামি দামি খেলোয়াড় যারা আছে তারা নিজেদের পরিকল্পনা মাফিক বলে দেয় যে এখন আমার সময় এসেছে অবসর নেওয়ার। আমাদেরও একটা ইচ্ছে ছিল মাশরাফি যদি এমনকিছু বলে তাহলে আমরাও অনুষ্ঠান করে ভালোভাবে তাকে বিদায় দেব। ও খেলতে চাইলে খেলতে পারে, কিন্তু আমি এবং বোর্ড এখন চিন্তা করছে সামনের সময়ের অধিনায়কত্বের বিষয়ে। ধরুন আমরা যদি নতুন কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেই, তারপর যদি মাশরাফি দলে ঢুকতে চায় তাহলে পারফরম্যান্স থাকলে ঢুকবে। এটা তো কারো জন্যই বাধা নয়।

ওর সঙ্গে বিশ্বকাপে আমার যে শেষ কথা হয়েছিল সেখানে সে বলেছিল ঘরের মাটিতে যদি একটা ওয়ানডে ম্যাচের আয়োজন করা যায়, তাহলে সেখানে হয়তো অবসর নেব। কিন্তু দেখলাম বিশ্বকাপ থেকে আসার পর ও সেই পরিকল্পনাটা বদলে ফেলেছে। ওটা আর চাচ্ছে না। পরবর্তীতে আমরা পত্রপত্রিকায় দেখলাম ওর বিদায়ের ম্যাচে কিছু করব সেটাও সে চায় না। তবে এসব বিষয়ে সে আমার কাছে কিছু বলেনি, মিডিয়ার কাছে বলেছে। কিন্তু আমাদের তো একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। তাই আমরা একটা ডেটলাইন বেছে নিয়েছি যা বড়জোর একমাস বা দেড়মাস। সামনের বিশ্বকাপে যারা আমাদের হয়ে খেলবে তাদের মধ্যে থেকে একজনকে অধিনায়ক হিসেবে বেছে নিতে হবে। আর সেই দলে মাশরাফি থাকবে কি থাকবে না- সেটা জানার জন্য এক থেকে দেড়মাস আরো অপেক্ষায় থাকতে হবে।’

অধিনায়ক মাশরাফি কিন্তু বিসিবির বাকি কথাও পরিষ্কার...

এ সম্পর্কিত আরও খবর