শত ম্যাচ খেলায় টেলরের বিশ্ব রেকর্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 19:41:56

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে শতাধিক ম্যাচ খেলার রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছেন রস টেলর। এবার শতকটা হাঁকালেন টেস্টে। লাল বলের ক্রিকেটে শততম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার লিখলেন নতুন ইতিহাস। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই একশ ম্যাচ খেলার অনন্য রেকর্ডটা এখন কেবল টেলরের। নারী-পুরুষ সব ধরনের ক্রিকেটে টেলরই প্রথম খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়লেন। ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট খেলতে মাঠে নামতেই নতুন এ মাইলফলকে নিজের নাম লিখে ফেলেছেন নিউজিল্যান্ডের সাবেক এ ক্যাপ্টেন।

২০০৭ সালে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে অভিষেক হয় টেলরের। বেসিন রিজার্ভে টেলর খেলছেন এখন ক্যারিয়ারের শততম টেস্ট। দেশের রঙিন জার্সি গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১০০টি। তবে একদিনের ক্রিকেটে এই কিউই মিডল–অর্ডার ব্যাটসম্যান শতকটাকে বাড়িয়ে নিয়েছেন দ্বিশতকে। এখন পর্যন্ত ২৩১ ম্যাচ ওয়ানডে খেলেছেন তিনি।

ওয়েলিংটন টেস্টে টস জিতে বল হাতে নিয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন দাপুটে বোলিং করেছে নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ১২২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের কাইল জ্যামিয়েসন শিকার করেছেন ৩ উইকেট। বৃষ্টির কারণে প্রথম দিন ৫৫ ওভারের বেশি খেলা হয়নি।

ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। মধুর প্রতিশোধটা নেয় স্বাগতিকরা ওয়ানডে সিরিজে। বিরাট কোহলিদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে ব্ল্যাক ক্যাপস শিবির।

এ সম্পর্কিত আরও খবর