শুক্রবার মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:54:34

প্রস্তুতি পর্ব শেষ। মূল লড়াইয়ের দামামা বাজতে যাচ্ছে এবার। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাঠে গড়াচ্ছে নারীদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সিডনিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের মুখোমুখি হচ্ছে ভারতীয় মেয়েরা। আসরের রেকর্ড চতুর্থবারের সেরা অজি নারীরা জয় দিয়ে রাঙিয়ে নিতে চায় নিজেদের নতুন মিশনের শুরুটা। শিরোপা ধরে রাখতে যারপরনাই দৃঢ় প্রত্যয়ী তারা।

পরিসংখ্যান অবশ্য অস্ট্রেলিয়ার মেয়েদের এগিয়ে রাখছে। এর আগে পাঁচবার ফাইনালে খেলে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১৬ সালের ফাইনালে হেরে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। যার ১২ ম্যাচেই জয়োৎসবে মেতেছে অজিরা। বাকি পাঁচ ম্যাচে জয় পেয়েছে ভারতের মেয়েরা। স্বাভাবিকভাবে স্বাগতিকরা এখন ফেভারিট।

ভারতের মেয়েরাও জয় দিয়ে শুরু করতে চাচ্ছে টুর্নামেন্ট। জয়রথ চালিয়ে প্রথমবারের মতো উঠতে চায় শিরোপা নির্ধারণী ম্যাচে। সঙ্গে ঘরে তুলতে চাচ্ছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি।  

টুর্নামেন্টের পর্দা উঠলেও বাংলাদেশের নারীদের খেলা মাঠে গড়াতে আরো কয়েকটা দিন বাকি। ২৪ ফেব্রুয়ারি ভারতের নারীদের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে সালমা খাতুনরা।

৮ মার্চ মেলবোর্নের ফাইনাল দিয়ে নারী টি-টোয়েন্টি ক্রিকেটের এ সর্বোচ্চ আসরের পর্দা নামবে।

এ সম্পর্কিত আরও খবর