ভাষা শহীদদের প্রতি সাকিবদের শ্রদ্ধাঞ্জলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:50:42

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে পুরো বাংলাদেশ। সালাম-বরকত-রফিক জব্বার-শফিউলদের আত্মত্যাগের কথা ভুলে যাননি ক্রিকেট মাঠের বীররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল ও তার সতীর্থরা।

ক্রিকেট মেগাস্টার সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের ভালোবাসা জানিয়ে লিখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।’

গর্ব নিয়েই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে লিখেন, ‘আমি বাংলায় কথা বলি...আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।’ এখানেই থামেননি সাবেক এ টাইগার অধিনায়ক। বাংলা ভাষাকে নিয়ে গর্ব করেন তিনি, ‘সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমি গর্বিত আমার ভাষা বাংলা বলে- ইউনেস্কের মতে বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা।’

ভক্ত-সমর্থকদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে লিখেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

তারকা পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন সৌম্য সরকারও, ‘সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

এ সম্পর্কিত আরও খবর