বিসিবি সভাপতির ‘হস্তক্ষেপ’ প্রসঙ্গে কোচ ও অধিনায়ক যা বললেন

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:38:20

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বরাবরই বেশ সাচ্ছন্দ্য বোধ করেন তিনি। প্রায় মুখোমুখি হন-আর ক্যামেরার সামনে গরম গরম কথা বলেও উঠে আসেন আলোচনায়। সাফল্য-ব্যর্থতা যাই হোক নাজমুল হাসান পাপন হাজির সংবাদ মাধ্যমের সামনে। সদ্য দল ব্যর্থ হয়ে ফিরল পাকিস্তান থেকে। টি-টোয়েন্টির পর টেস্টেও একই গল্প।

ইনিংস ব্যবধানে হারের পর দল ফিরতেই তুলোধুনো করলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান এবার স্পষ্ট জানালেন, এখন থেকে বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটীয় সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন তিনি। এমন কী একাদশ নির্বাচন, ব্যাটিং অর্ডার সব সিদ্ধান্তেই এখন থেকে লাগবে বিসিবি প্রধানের অনুমতি। কারণ তার সঙ্গে কথা বলেও নাকি মাঠে সিদ্ধান্ত পাল্টানোর মতো ঘটনা ঘটে!

এভাবে বোর্ড প্রধানের হস্তক্ষেপের বিষয়টা এখন সময়ের আলোচিত ইস্যু। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের টেস্টের আগের দিন শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হতেই এই প্রশ্ন শুনতে হলো রাসেল ডমিঙ্গোকে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে একাদশ কে সাজাবেন? টাইগার কোচ অবশ্য বেশ দক্ষতার সঙ্গেই সামাল দিলেন এই প্রশ্ন।

রাসেল ডমিঙ্গো বলেন, ‘দেখুন, বিসিবি প্রধান দল প্রসঙ্গে বেশ আবেগপ্রবণ। তিনি চান-দল ভালো খেলুক। যদিও আমি এখনো উনার সঙ্গে এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলিনি। যদিও জানি এসব নিয়ে বলতেও হয় না। মনে করি না প্রয়োজন আছে। আসলে সিদ্ধান্ত নেওয়া আর নিজের কাজ করার জন্য আমাকে পারিশ্রমিক দেওয়া হয়।’

তবে বোর্ড প্রধানের দল নির্বাচন-ব্যাটিং অর্ডার ঠিক করা নিয়ে কথাগুলো খুব একটা অবাক করেনি ডমিঙ্গোকে। তিনি জানান, ‘আমি এসেছি দক্ষিণ আফ্রিকা থেকে। আমার দেশে অনেক সমস্যার মধ্যে কাজ করতে হয়েছে। সত্যি বলতে কী ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া থেকে আসিনি আমি। সেখানে আপনি দল নিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন। দক্ষিণ আফ্রিকায় কাজটা বেশ কঠিন। সেখানে অনেক মতামত ও চ্যালেঞ্জ থাকে। আমার চাকরি বলে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে। দক্ষিণ আফ্রিকায় এসব করে এসেছি আমি। সেখানে অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে। আমার জন্য কিছুই নতুন নয়। আমি সবমিলিয়ে ঠিক আছি।’

কোচ হিসেবে বোর্ডের চাপ থেকে ক্রিকেটারদের দূরে রাখাই মূল কাজ রাসেল ডমিঙ্গোর। শুক্রবার জানিয়ে রাখলেন, ‘এই ব্যাপারগুলো থেকে অধিনায়ক ও ক্রিকেটারদের দূরে রাখি আমি। আমাকে হতে হয় মধ্যস্থতাকারী।’

বিসিবি প্রধানের কথাগুলো অবশ্য কানে আসেনি মুমিনুল হকের। টাইগার ক্যাপ্টেন পুরো প্রসঙ্গটা এড়িয়ে গেলেন তিন বাক্যে, ‘দেখুন, উনার মন্তব্য শুনিনি আমি। আপনাদের কাছ থেকেই শুনছি। আমার জন্য মন্তব্য করা কঠিন।’

এ সম্পর্কিত আরও খবর