ঢাকা টেস্টে চার বোলার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 12:50:56

একাদশে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে ঢাকা টেস্টে লড়ছে বাংলাদেশ। তবে সিরিজের একমাত্র টেস্টে টসে জিতেছে জিম্বাবুয়ে। পূর্বধারণা অনুযায়ী টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে।

চারজন বোলার এবং সাতজন ব্যাটসম্যান নিয়ে এই টেস্টে খেলছে বাংলাদেশ দল। একাদশে কোনো অলরাউন্ডার নেই। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়ার কারণ হিসেবে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলছিলেন-‘মনে হচ্ছে উইকেট বেশ ভালো। এখানে আমরা প্রথম ইনিংসে ভালো স্কোর গড়তে চাই। আর সকালের প্রথম সেশনটা নিরাপদে কাটাতে চাই।’

জিম্বাবুয়ের ব্যাটিং বেছে নেওয়ায় মুমিনুল হক মোটেও অবাক হননি। বাংলাদেশ অধিনায়ক জানান-টসে জিতলে তিনিও ব্যাটিংই বেছে নিতেন। এখন সামনে একটাই লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের-‘আমরা এখন চাইব জিম্বাবুয়েকে অল্প রানে আটকে রাখতে। উইকেট দেখে মনে হচ্ছে শুরুতে এখানে স্পিনারদের জন্য কিছু আছে।’

একাদশ:

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

এ সম্পর্কিত আরও খবর