প্রথম সেশনের হাসি জিম্বাবুয়ের

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-23 17:16:42

১ উইকেটে ৮০ রান তুলে লাঞ্চে গেল জিম্বাবুয়ে। টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের চেয়ে কিছুটা বাড়তি হাসি নিয়েই ফিরল জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুর এই সেশনে রান তোলার জন্য তেমন কোনো তাড়াহুড়োই দেখাল না। নিরাপদে সময়টা পার করার পরিকল্পনা নিয়ে নেমেছিল তারা। ওপেনার কেভিন কাসুজাকে হারালেও প্রথম সেশনে আর বিপদ না বাড়ায় সন্তুষ্ট চিত্তেই লাঞ্চে যায় জিম্বাবুয়ে। আর স্কোরবোর্ডে রান খরচা বেশি না উঠায় বাংলাদেশ অধিনায়কও হাসি নিয়েই ফিরছেন প্রথম সেশন শেষে।

প্রথম সেশনে একমাত্র উইকেটের শিকারি আবু জায়েদ রাহী। ২৪ বলে ২ রান করা জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে ফেরান তিনি।

শুরুর ৩০ ওভারের সেশনের বেশির ভাগ সময়ে বল হাতে ব্যস্ততা দেখান বাংলাদেশের দুই স্পিনার। এই সেশনে সবচেয়ে বেশি ১০ ওভার বল করেন অফস্পিনার নাঈম হাসান। শুরুতে বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী সঠিক নিশানায় বল রেখে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আটকে রাখেন। ঠিক যাকে বলে দেখে শুনে খেলা- সেই ঘরানার ব্যাটিংই করল জিম্বাবুয়ে ঢাকা টেস্টের শুরু সেশনে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর জিম্বুাবুয়েকে সঠিক পথে রাখেন ওপেনার প্রিন্স মাসভাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন অপরাজিত ৭৩ রান।

বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচে ৪৫ রান করা প্রিন্স মাসভাউরে ঢাকা টেস্টেও ফর্ম দেখাচ্ছেন। ৯৪ বলে ৪৫ রান নিয়ে লাঞ্চে যান জিম্বাবুয়ের এই ওপেনার। অধিনায়ক আরভিন খেলছিলেন ২৬ রান নিয়ে।

ম্যাচের শুরুর ঘণ্টায় ১ উইকেটে ২৬ রান তোলা জিম্বাবুয়ে দ্বিতীয় ঘণ্টায় কোনো ক্ষতি ছাড়া যোগ করে ৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮০/১ (৩০ ওভারে, কাসুজা ২, মাসভাউরে ৪৫*, আরভিন ২৬*; রাহী ১/৮)

# প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর