বেসামরিক পুরস্কারের সঙ্গে পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন স্যামি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:58:45

অনেক কাঠখড় পুড়িয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে পাকিস্তান। সেটা প্রায় এক দশক পর। দেশটির এ সাফল্যে অবদান রয়েছে বিদেশি ক্রিকেটারদেরও। ড্যারেন স্যামি তাদের অন্যতম।

ওয়েস্ট ইন্ডিজের এ তারকা ক্রিকেটার সব সময় পাশে থেকেছেন পাকিস্তান ক্রিকেটের। সমর্থন যুগিয়ে গেছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্যামিই প্রথম পাকিস্তান সফরে যেতে রাজি হন। তার সে অবদান ভুলে যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে রাখা স্যামির অসামান্য অবদানের স্বীকৃতি দিতে যাচ্ছে পাকিস্তান। সাবেক এ ক্যারিবিয়ান অধিনায়ককে পুরস্কৃত করতে যাচ্ছে দেশটি। স্যামিকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করবে তারা। সঙ্গে স্যামি পাবেন পাকিস্তানের নাগরিকত্ব।

শনিবার এক টুইট বার্তায় পিসিবি জানিয়েছে, আগামী ২৩ মার্চ স্যামিকে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-পাকিস্তান’ ও সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করবেন।

শুরু থেকে স্যামি পিএসএলে খেলছেন পেশোয়ার জালমির হয়ে। এ ফ্র্যাঞ্চাইজির মালিক জাবেদ আফ্রিদি প্রথম তাকে নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করেন।

এ সম্পর্কিত আরও খবর