২৬৫ রানে শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, মিরপুর হোম অব ক্রিকেট থেকে | 2023-08-25 18:34:47

সাফল্য ভরা সকাল কাটল বাংলাদেশের। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সকালের প্রথম ঘণ্টার পুরোটা জুড়েই বাংলাদেশের দাপট। বোলারদের সেই দাপটে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৬৫ রানে। পেসার আবু জায়েদ রাহী দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নিলেন। এই সময় আউট হওয়া জিম্বাবুয়ের চার উইকেটের মধ্যে ২টিই রাহীর। ৭১ রানে ৪ উইকেট শিকার করা আবু জায়েদের এটি টেস্টে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। বাকি ২ উইকেট নেন তাইজুল। তবে এজন্য তার খরচ হয়ে যায় ৯০ রান।

আগের দিনের স্কোরের সঙ্গে আরো ৩৭ রান যোগ করে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২৬৫ রানে।

দ্বিতীয় দিনের সকালে আবু জাহেদ রাহীর নির্ভুল বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের শেষের ব্যাটিং। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডোনাল্ড তিরিপানোকে ফিরিয়ে দেন রাহী। উইকেটের পেছনে ক্যাচ ধরেন লিটন দান। নতুন ব্যাটসম্যান আইন্সলেকে শূন্য রানে বিদায় করেন নিজের পরের ওভারেই। চার্লটন টিসুমাকে এলবিডব্লুর শিকার বানিয়ে তাইজুল ইসলাম এই ইনিংসে নিজের প্রথম উইকেট পান। খানিকবাদে চাকাভাকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দেন তাইজুল।

একপ্রান্ত আঁকড়ে রেখে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রেগিস চাকাভা জিম্বাবুয়ের ইনিংসকে ২৫০ রানের ওপরে নিয়ে যান। চাকাভার ব্যাট থেকে জিম্বাবুয়ে পায় ৩০ রান।

দ্বিতীয় দিনের সকালের প্রথম ১০ ওভারেই জিম্বাবুয়ে তিন উইকেট হারায়। এই সময় স্কোরকার্ডে তাদের যোগ হয় মাত্র ১৭ রান। তবে উইকেট হারালেও লেটঅর্ডারে ব্যাট করতে নামা চাকাভা ঠিকই লড়ে যান।

শেষ উইকেট জুটিতে ভিক্টর নুয়াচিকে সঙ্গে নিয়ে চাকাভা যোগ করেন ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভারে, মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১ ও তাইজুল ২/৯০)।

এ সম্পর্কিত আরও খবর