তামিমকে হারিয়ে শান্ত’র হাফসেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, মিরপুর হোম অব ক্রিকেট থেকে | 2023-09-01 03:45:44

ঢাকা টেস্টের দ্বিতীয় সেশনে একটা বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। বড় ইনিংসের স্বপ্ন ছড়ানো তামিম ইকবাল ফিরে গেলেন ৪১ রান করে। চা বিরতিতে গেল বাংলাদেশ ২ উইকেটে ১২০ রান তুলে। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেকে তখনো বাংলাদেশ ১৪৫ রানে পিছিয়ে। নাজমুল হোসেন শান্ত ৫৫ এবং অধিনায়ক মুমিনুল হক ব্যাট করছিলেন ১২ রানে।

ওয়ানডাউনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত টেস্টে প্রথমবারের মতো হাফসেঞ্চুরির আনন্দে ব্যাট তুললেন। ১০৮ বলে হাফসেঞ্চুরি পুরো করলেন শান্ত। নিজের শেষ ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেলেন শান্ত।

দ্বিতীয় দিনের সকালটা দুর্দান্ত কাটে বাংলাদেশের। ১৬.৩ ওভারে ৩৭ রানে জিম্বাবুয়ে বাকি ৪ উইকেট হারিয়ে ২৬৫ রানে গুটিয়ে যায়। আবু জায়েদ রাহী ক্যারিয়ার সেরা ৭১ রানে ৪ উইকেট পান। তাইজুলের শিকার ২টি উইকেট।

ব্যাটিংয়ে প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৮ রানে ওপেনার সাইফ হাসান ফিরলেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ভিক্টর নুয়ানচি’র বাড়তি পেসে পরাস্ত হন সাইফ। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত ৭৬ রান যোগ করেন। দুজনেই যেভাবে খেলছিলেন তাতে বড় ইনিংসের স্বপ্ন ছড়াচ্ছিল তাদের ব্যাট। তবে সেই সুযোগটা নষ্ট করলেন তামিম ইকবাল। ৩৫ রানে স্লিপে একবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। সিকান্দার রাজার বলে স্লিপে তার ক্যাচে হাত লাগিয়েও ফেলে দেন ব্রেন্ডন টেলর। কিন্তু সেই সুযোগটাও কাজে লাগাতে পারলেন কই? ৪১ রানে ডোনাল্ড তিরিপানোর বলে ড্রাইভ খেলার চেষ্টা চালান। শরীর থেকে অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে খোঁচাটা এড়াতে পারেননি তামিম। উইকেটের পেছনে ক্যাচটা ধরেন রেগিস চাকাভা। রিপ্লেতে নিজের এই আউট দেখে তামিম নিশ্চয়ই আফসোস করবেন-‘সহজ উইকেটে বড় ইনিংস খেলার সুযোগ নষ্ট করলাম!’

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত )

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভারে, মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১ ও তাইজুল ২/৯০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১২০/২ (৩৮ ওভারে, সাইফ ৮, তামিম ইকবাল ৪১, নাজমুল হোসেন শান্ত ৫৫*, মুমিনুল হক ১২*; তিরিপানো ১/২৭ ও নুয়ানচি ১/২১)।

এ সম্পর্কিত আরও খবর