শেষের ভুলেই হারল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 19:37:15

নিশ্চিত জেতা ম্যাচ! নিঃশ্বাস ছোঁয়া দুরত্বে দাঁড়িয়ে ওয়ানডে ট্রফি! শেষ ৬ বলে ম্যাচ জিততে চাই মাত্র ৮ রান। হাতে জমা ৫ উইকেট।

এমন ম্যাচও হেরে গেল বাংলাদেশ, ৩ রানে। মুশফিক, মোসাদ্দেক ও মাশরাফি-তিনজনেই এই সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন, কিন্তু দলকে প্রয়োজনীয় মামুলি ৮ রান এনে দিতে পারেননি।

অথচ সেই শেষ ওভার পর্যন্ত বাংলাদেশই ছিল এই ম্যাচে জয়ের কেন্দ্রবিন্দুতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে ছিটকে অনেক দুরে! কিন্তু জিতল যে শেষমেষ ঐ অনেক দুরে দাড়ানো ওয়েস্ট ইন্ডিজই!

ক্রিকেট আসলে এমনই! কখন যে কাকে জেতায়। শেষ বল না হওয়া পর্যন্ত তাই সমীকরণ মেলানোর কোন উপায় নেই! তবে এই ম্যাচ জিতে কোথায় বাংলাদেশের জয়ের গান গেয়ে উল্লাসে মেতে উঠার কথা ছিল, তা না; এখন উল্টো পুরো দলের সুরটাই বদলে গেছে হারের বিরহে-এত কাছে তবু কত দুরে....!

গায়ানার এই স্লো উইকেটে ২৭১ অনেক বড় রান। কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজে আরো অনেক বড়কিছু করার ইচ্ছে নিয়ে নেমেছিল; যে ইচ্ছের নাম জেদ। যে স্বপ্নের নাম সাফল্য। যে লক্ষ্যের নাম জয়; সিরিজ জয়! সেই লক্ষ্যের দিকে ঠিকই বাড়ছিল পুরো দল। কিন্তু জয় যে হারিয়ে গেল একেবারে সিঁড়ির শেষ ধাপে পৌছেও!

শেষ ওভারের বাধাটাই টপকাতে পারল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের করা ম্যাচে সেই শেষ ওভারের প্রথম বলেই মুশফিক ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট। জয়ের হিসেব দাড়াল ৫ বলে ৮ রান। মোসাদ্দেক পরের দুই বলে রানই নিতে পারেননি। চতুর্থ বলে অনেক কষ্টে দুই রান নিলেন। অপরপ্রান্ত থেকে মাশরাফি এসে তাকে অনেক বোঝালেন, কোন জায়গা দিয়ে খেললে রান হবে। কিন্তু তাতেও যে কিছু হল না। পঞ্চম বলে মাত্র এক রান এল মোসাদ্দেকের ব্যাট থেকে। শেষ বলে জিততে চাই ৫ রান। নিদেন পক্ষে ম্যাচ টাই করতে হলেও প্রয়োজন একটা বাউন্ডারি। কিন্তু ইনিংসের শেষ বলে ১ রানের বেশি নিতে পারলেন না মাশরাফিও।

বাংলাদেশ ম্যাচ হারল ৩ রানে। হ্যাঁ, ঠিক ধরেছেন প্রায় জেতা ম্যাচ হেরে ফিরল বাংলাদেশ।

গায়ানার উইকেটে ফ্লাডলাইটের আলোয় ব্যাটিংয়ের অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। তবুও টসে জিতে মাশরাফি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ আকাশে মেঘের আনাগোনা। ম্যাচ বৃষ্টি বিঘিœত হতে পারেÑএই আশঙ্কায় অধিনায়ক রান তাড়ার নিরাপদ সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসকে এই ম্যাচেও বেশিদুর বাড়তে দেননি মাশরাফি। ওপেনিং স্পেলেই তাকে ফেরান। ক্রিস গেইলও বিধ্বংসী হয়ে উঠার আগেই বিদায়, মেহেদি মিরাজের স্পিনে সুইপ খেলতে গিয়ে। ১০২ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের শুরুর ৪ উইকেট ফেলে দিয়ে বাংলাদেশের বোলাররা ম্যাচের শাসন ভার নিজেদের নিয়ন্ত্রনে রাখে।

তবে গায়ানার লোকাল বয় শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনেন। একপাশ আঁকড়ে রেখে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।  রোমান পাওয়েলের সঙ্গে  পঞ্চম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে হেটমায়ার দলকে বড় সঞ্চয় এনে দেন। পাওয়েল খেলেন ৬৭ বলে ৪৪ রানের ইনিংস। আর হেটমায়ার শেষের ১০ ওভারে ¯্রফে ঝড় তোলেন। ৯৩ বলে তার ১২৫ রানের ইনিংসে ছক্কার মার ৭টি। এই সাত ছক্কার আবার ছয়টিই শেষের ১০ ওভারে। শেষ ১০ ওভারে বাংলাদেশ খরচ করে ৮৯ রান। ম্যাচে একই সঙ্গে সবচেয়ে খরুচে এবং সফল বোলার রুবেল হোসেন। ৯ ওভারে ৬১ রানে ৩ উইকেট পান এই পেসার। নিজের শেষ ওভারে রুবেল হোসেন দেন ২২ রান। শুধু ব্যাটিংয়ে নয় এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের শেষটাও হয়েছে দুর্দান্ত।

আর ওয়েস্ট ইন্ডিজের সেই হিসেবি ফিনিসিংয়ের কাছেই যে এই ম্যাচ হারল বাংলাদেশ!

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৭১/১০ (৪৯.৩, গেইল ২৯, হেটমায়ার ১২৫, পাওয়েল ৪৪, রুবেল ৩/৬১, মুস্তাফিজুর ২/৪৪, মাশরাফি ১/৪৪, মিরাজ ১/৪০ , সাকিব ২/৪৫)।

বাংলাদেশ : ২৬৮/৬ (৫০ ওভারে, তামিম ৫৪, সাকিব ৫৬, মুশফিক ৬৮, মাহমুউল্লাহ ৩৯, সাব্বির ১২, নার্স ১/৩৪, হোল্ডার ১/৬৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়ী। ম্যাচসেরা: শিমরন হেটমায়ার।

এ সম্পর্কিত আরও খবর