ফরহাদ রেজার শতকে রান পাহাড়ে দক্ষিণাঞ্চল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 18:27:56

সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা করেছেন ফজলে মাহমুদ, এনামুল হক ও শামসুর রহমান। কিন্তু সাফল্য ধরা দেয়নি। ত্রয়ী ব্যাটসম্যানই সাজঘরে ফেরেন শতক মিসের হতাশা নিয়ে। তবে সেঞ্চুরি মিস করেননি আট নম্বর ব্যাটিং অর্ডারে মাঠে নামা ফরহাদ রেজা। ১৮৬ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৩* রানের হার মানা অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেন তিনি।

ফজলে মাহমুদ (৮৬), এনামুল হক (৭৬) ও শামসুর রহমানের (৭৯) ব্যাটিং দৃঢ়তার সঙ্গে ফরহাদ রেজার ষষ্ঠ ফার্স্ট ক্লাস শতক যোগ হওয়ায় বিসিএলের ফাইনালের দ্বিতীয় দিন রান পাহাড়ে উঠে গেছে দক্ষিণাঞ্চল। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের পুঁজি দাঁড়িয়েছে ৪৮৬ রান।

পূর্বাঞ্চলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া, সাকলাইন সজিব ও মোহাম্মদ আশরাফুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পূর্বাঞ্চল সংগ্রহ করেছে ১১০ রান। এখনো ৩৭৬ রানে পিছিয়ে আছে ক্যাপ্টেন ইমরুল কায়েসের দল। অবশ্য তাদের হাতে আছে এখনো ৭টি উইকেট।

পিনাক ঘোষ ৩৮ ও মোহাম্মদ আশরাফুল তোলেন ২৮ রান। ২২ রানে ফেরেন ইমরুল কায়েস। তবে ২১* (ব্যাটিং) রান নিয়ে এখনো ব্যাটিংয়ে টিকে আছেন মাহমুদুল হাসান।

দক্ষিণাঞ্চলের হয়ে দুটি উইকেট নেন আব্দুর রাজ্জাক। খরচ করেন ৩৪ রান। অন্য উইকেটটি পান শফিউল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮৬/১০, ১৩৯ ওভার (ফজলে মাহমুদ ৮৬, এনামুল ৭৬, আল-আমিন ৩৯, শামসুর ৭৯, মাহমুদউল্লাহ ১, সোহান ১৮, মেহেদি ৩৬, ফরহাদ রেজা ১০৩*, রাজ্জাক ৭, শফিউল ৩০, আল-আমিন ০; রুয়েল ২/৮৬, আবু হায়দার ১/৬০, সাকলাইন ২/৭৮, আফিফ ১/৫১ ও আশরাফুল ২/১৩)।

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১১০/৩, ৩৯ ওভারে (পিনাক ৩৮, আশরাফুল ২৮, মাহমুদুল ২১*, ইমরুল ২২, আফিফ ০*; শফিউল ১/৩৪ ও রাজ্জাক ২/৩৪)।

এ সম্পর্কিত আরও খবর