মাশরাফিও হতাশ! এমন ম্যাচ কেউ হারে!!

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 04:03:48

এমন ম্যাচ হারের ব্যাখায় কি বলবেন তা নিয়ে কোন ভাষাই যেন খুঁজে পাচ্ছিলেন না মাশরাফি বিন মতুর্জা।

কোথায় দল উৎসবের অপেক্ষায় ছিল। এখন সেখানে দুঃখের ছায়া। হতাশায় মুষড়ে পড়া চেহারা! অধিনায়কের মুখায়াবে কষ্টের ছায়াটা পরিস্কার জানাচ্ছিল ভীষণ হতাশ তিনি। বারবার যেন নিজেই নিজেকে বলছেন-এমন ম্যাচও কেউ হারে!

বুকভরা কষ্ট চেপে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক যা বললেন-‘এই ধরনের ম্যাচ হারা তো অবশ্যই হতাশার। ১৩ বলে ১৪ রান লাগবে জিততে। হাতে আছে ৬ উইকেট। এমন পরিস্থিতি থেকে ম্যাচ কেউ কি করে হারে! সবচেয়ে কষ্টের বিষয়টা হল এমনভাবে জয়ের কাছে এসেও বাংলাদেশ এই প্রথম এমন কোন ম্যাচ হারল তাও কিন্তু নয়। এমন ঘটনা প্রায়ই হচ্ছে। এটাই আমার জন্য সবচেয়ে বড় হতাশার বিষয়। বারবার কেন এমন হবে? একই ভুল এতবার কেন হবে। যেভাবে আমরা এই ম্যাচে জয়ের কাছে যাচ্ছিলাম। তাতে ম্যাচটা সহজেই আমাদের জেতা উচিত ছিল। কিন্তু জিততে পারলাম না। শেষে এসে হেরে গেলাম। হেরে যাচ্ছি।’

শেষের ধাপে এসে এমনভাবে ম্যাচ হেরে যাওয়ার ঘটনা শুধুমাত্র বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে হচ্ছে তা কিন্তু নয়। টি-টুয়েন্টিতেও বেশ কয়েকবার এমন ভাবেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাহলে দলের এই সমস্যাটা কি টেকনিক্যাল নাকি মানসিক কোন সমস্যা? এই প্রশ্নের উত্তরে মাশরাফির ব্যাখাটা এমন-‘আসলে সত্যিকার অর্থে বলতে কি এটা দলের খেলোয়াড়দের টেকনিক্যালি নাকি মানসিক সমস্যা সেটা বর্ণনা করা কঠিন। দেখুন যদি টার্গেট এমন হতো যে ১২ বলে ২০ রান করা লাগবে, তাহলেও এমন হার হয়তো মেনে নেয়া যেত। কিন্তু যখন ম্যাচ জিততে শেষ ১৩ বলে ১৪ রান লাগবে তখন সেই ম্যাচ হেরে গেলে সেটার কারণ টেকনিক্যাল সমস্যা নাকি মানসিক সমস্যা সেটা খুঁজে বের করাও কঠিন। বাস্তবতা হচ্ছে আমরা এমন ভুল বারবার করছি। এমন পরিস্থিতি মুলত স্নায়ুর লড়াই। 

তাই নার্ভটা যাতে ঠিক রাখা যায় সেই চেষ্টা করা যেত। যেহেতু হাতে যথেষ্ট বল ছিল, ম্যাচটা আমাদের সহজেই জেতা উচিত ছিল। সিঙ্গেলস রান নিয়ে সামনে বাড়লেই হয়তো আমরা এই ম্যাচটা জিতে যেতে পারতাম। সেটাই হত সহজ কাজ। অথচ আমরা সেই সহজ কাজটাই করতে পারিনি।’

শেষ ওভারের আগ পর্যন্ত বাংলাদেশ তো এই ম্যাচে জয়েল অবস্থানেই ছিল। হারল একেবারে শেষ বলে এসে। কিন্তু মাহমুদউল্লাহর রান আউট, ৪৯ নম্বর ওভারের শেষ বলে সাব্বিরের আউট, শেষ ওভারের প্রথম বলে মুশফিকের ফিরে যাওয়া-ঠিক কোথায় জয়ের সুর হারাল বাংলাদেশ? ম্যাচ শেষে এই প্রসঙ্গে মাশরাফি জানান-‘আমরা তো পুরোটা সময় জুড়েই ম্যাচে জয়ের অবস্থানে ছিলাম। তবে মাহমুদউল্লাহ রিয়াদের রান আউট না হলে হয়তো আমাদের জয়ের কাজটা আরও সহজ হতো। তারপর সাব্বিরের আউটও বড় ধাক্কা দিয়েছে দলকে। আর শেষ ওভারের প্রথম বলেই মুশফিকের ফিরে আসা। আসলে যেভাবে সহজ কায়দায় আমাদের ম্যাচটা শেষ করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি। ওটাই আমাদের ব্যর্থতা। আর এমন ব্যর্থতা বারবার হচ্ছে। এটাই বিস্ময় বাড়াচ্ছে!’

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটা হবে সেন্ট কিটসে, ২৮ জুলাইয়ের রাতে। সিরিজের শেষ ম্যাচে জিতে কি বাংলাদেশ এবার অধিনায়ককে জয়ের আনন্দে বিস্মিত করতে পারবে?

এ সম্পর্কিত আরও খবর