‘শুচীন-কুহলি’ বলে বিদ্রুপের শিকার ট্রাম্প

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:10:08

খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। ভারত সফরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ডোনাল্ড ট্রাম্প। খবরটা আলোর মুখও দেখল। কথা মাফিক নতুন করে গড়া আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের যাত্রা শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাত ধরেই।

ক্রিকেট মাঠ উদ্বোধন করবেন। কিন্তু ভারত সফরে এসে ক্রিকেট নিয়ে কথা বলবেন না, তা কী হয়! যদিও তার দেশে ক্রিকেট অতোটা জনপ্রিয়তা পায়নি। স্বাভাবিকভাবেই ট্রাম্পের আধঘণ্টার বক্তব্যে ক্রিকেট প্রসঙ্গও উঠে আসে। কিন্তু স্টেডিয়ামে হওয়া ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ট্রাম্প!

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ক্যাপ্টেন বিরাট কোহলির নাম উল্লেখ করতে গিয়েই গড়বড় করে ফেলেন ট্রাম্প। ট্রাম্প নাম দুটো উচ্চারণ করেন ঠিক এভাবে, ‘শুচীন টেন্ডুলকার ও বিরাট কুহলি’। তার ভুল উচ্চারণে হাসির রোল পড়ে যায় স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠোঁটেও ছিল হাসির আভা। ট্রাম্পের ভুল উচ্চারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্য-রহস্যের খোরাক যুগিয়েছে।

ট্রাম্পের বক্তব্যের সেই বিশেষ অংশটুকু ভাইরাল হয়েছে ভার্চুয়্যাল জগতে। এজন্য বিদ্রুপও হজম করতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। বিরক্ত কেভিন পিটারসেনের খোঁচাও সহ্য করতে হচ্ছে এখন তাকে। ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক পিয়ার্স মরগানকে ট্রাম্পের বক্তব্য নিয়ে গবেষণা করার অনুরোধ জানিয়ে ইংল্যান্ডের সাবেক এ ক্রিকেটার টুইট করেন, ‘পিয়ার্স মরগান, দয়া করে লিজেন্ডদের নাম উচ্চারণ নিয়ে আপনার সহকর্মীদের গবেষণা করার অনুরোধ করুন।’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) ট্রাম্পকে ছাড়েনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মজার এক টুইট বার্তায় ব্যঙ্গ করে জানতে চেয়েছে টেন্ডুলকারের নামের প্রথম অংশের সঠিক বানানটা কোনটা, ‘শৌচ, শুচ, শ্যাচ, শুচ, শচ কেউ কী জানেন সঠিক কোনটা?’

আইসল্যান্ড ক্রিকেট এক টুইটার পোস্টে ট্রাম্পকে নিয়ে কৌতুক করেছে ছেড়েছে, ‘সো চিন টেন দুল কা এবং ভি রাত কো লি ভারতের সবচেয়ে জনপ্রিয় চাইনিজ খাবার। তার কাছ থেকে ক্যান্টোনিজ ভাষার সঠিক উচ্চারণ শিখতে পেরে ভালো লাগছে।’

নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশ্যাম পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকেই উপহাস করেছেন। ঠাট্টা করে টুইটারে তিনি লিখেন, ‘নাম উচ্চারণের জন্য কেন কাউকে ঘৃণা করবেন, যেটা তারা আগে কখনো শুনেইনি। যখন তাদের ঘৃণা করার জন্য আরো অনেক অনেক অনেক কারণ রয়েছে?’

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ভারত এমন এক দেশ যেখানে লোকজন শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলির মতো বড় ক্রিকেটারদের নিয়ে উল্লাসে মেতে উঠে। যারা বিশ্বের সেরা।’

স্ত্রী মেলানিয়া ও সরকারি প্রতিনিধি দল নিয়ে সোমবার আহমেদাবাদে পৌঁছান ট্রাম্প। সঙ্গে আছেন প্রেসিডেন্টের কন্যা ইভানকা ও জামাতা জারেদ কুশনার।

এ সম্পর্কিত আরও খবর