মুশফিক ইস্যুতে কিছুই জানেন না অধিনায়ক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 01:46:24

বিরতি দিয়ে মাঠে ফিরেই সেই চেনা ছন্দে মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। কিপিং রেখে এখন স্পেশালিস্ট ব্যাটসম্যান তিনি। ব্যাটিংয়ে মনোযোগটা আরও বেশি থাকছে মুশির। এ অবস্থায় তাকে নিয়েই পাকিস্তান সফরে যেতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও নিরাপত্তা ইস্যুতে আগেই এই সফর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তারপরও এপ্রিলে অনুষ্ঠেয় একটি ওয়ানডে ম্যাচ ও একটি টেস্ট খেলতে পরোক্ষ চাপ থাকছে। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এনিয়ে সরব। তাইতো প্রশ্ন থাকছে মুশফিক কি পাকিস্তান সফরে যাবেন?

এই প্রশ্নের অবশ্য উত্তর নেই টেস্ট অধিনায়ক মুমিনুলের কাছে। তিনি বলছিলেন, 'অধিনায়ক হিসেবে আমি তো সবসময় চাই- সাকিব ভাই পর্যন্ত আসুক। যদিও সেটা সম্ভব নয়। অবশ্যই আমি মুশফিক ভাইকে চাই পাকিস্তান সিরিজে।' তবে এনিয়ে মুশফিকের সঙ্গে তার কথা হয়নি বলেও জানালেন, 'না আমার সাথে ঐ ব্যাপারে কথা হয়নি।'

নেতৃত্ব দিতে গিয়ে সিনিয়রদের কাছে বেশ সহযোগিতাই পাচ্ছেন মুমিনুল। এই ব্যাপারটায় বেশ সন্তুষ্টিও আছে তার। মঙ্গলবার ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সংবাদ সম্মেলনে বলেন, 'দেখুন, আমি ভারত সিরিজ থেকে যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমি সিনিয়রদের কাছ থেকে শতভাগ সমর্থন পাচ্ছি। আজ পর্যন্ত, সো ফার আমি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে খুব হ্যাপি। ইভেন আপনি যদি মাঠে ফিল্ডিং দেখেন, অফ দ্যা ফিল্ড অন দ্যা ফিল্ড আমি শতভাগ পাচ্ছি। ১০০ এর বেশিও বলা যায়।'

এই টেস্টে শতরান করে তামিম ইকবালকে ছুঁয়েছেন মুশফিক। নয়টি টেস্ট শতক নামের পাশে। যদিও তামিমের সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন তিনি। বলেন, 'আপনারা জানেন তামিম ভাই ওয়ান অব দ্যা বেস্ট ব্যাটসম্যান ইন দ্যা ওয়ার্ল্ড, তিন-চার-পাঁচটা ওপেনারের একজন। তামিম ভাইয়ের সাথে আমার তুলনা কখনো হয় না। আর আমি ওভাবে তুলনায়ও যাই না কখনো। দলের জন্য যতটুকু অবদান রাখা যায় সেটাই করার চেষ্টা করি, ভালো লাগে মাঝে মাঝে আল্লাহর রহমতে করতে পারি।'

একইসঙ্গে মুমিনুল জানালেন জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাকিস্তান সফরেও সাহায্য করবে। তার কথা, 'অবশ্যই, একটা জয় থাকলে আমার কাছে মনে হয় পুরো দলই আত্মবিশ্বাস ফিরে পায়। আমার কাছে মনে হয় পাকিস্তানে কাজে দিবে এ জয়।'

এ সম্পর্কিত আরও খবর