এনামুলকে ড্রেসিংরুম দেখিয়েও শাস্তি পেলেন না জোসেফ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:30:52

অল্পতেই রক্ষা পেলেন আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই পেসার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণ বিধি ভাঙ্গলেও জরিমানা কিংবা নিষেধাজ্ঞার মুখে পড়েননি। বুধবার (ক্যারবীয় সময়) বাংলাদেশের বিপক্ষে গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার এই কাণ্ডে আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশের ইনিংসে এ ঘটনার জন্ম দেন জোসেফ। টাইগার ওপেনার এনামুল হক বিজয় ৯ বলে ২৩ রান করে ফিরে যান। তৃতীয় ওভারের তৃতীয় বলে স্টাম্প ছেড়ে হাঁকাতে গিয়ে বোল্ড। আউট করে ওয়েস্ট ইন্ডিজের এ পেসার উত্তেজিত হয়ে উঠে এনামুলকে হাতের ইশারায় ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেন।

আর এটাই ছিল আইসিসির বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কোন ব্যাটসম্যানকে আউট করে এমন কোনো ভাষা আর অঙ্গভঙ্গি করা যাবে না, যা উসকানি সৃষ্টি করতে পারে। এমন কাণ্ডে বরাবরই কঠোর থেকেছে আইসিসি। কিন্তু এবার শাস্তির মুখে পড়তে হল না আলজারি জোসেফকে। ক্রিকেটের চেতনা বিরোধী আচরণ করে শুধু আইসিসির ম্যাচ রেফারি কর্তৃক তিরস্কৃত হয়েছেন তিনি। একইসঙ্গে তার আচরণবিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসি জানায়, আলজারি জোসেফকে কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় অভিযুক্ত।

জোসেফ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির আয়োজন করেনি আইসিসি। তারা পুরো ঘটনাটি তদন্ত শেষে জোসেফকে সতর্ক করে দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর